Nusrat Jahan: ভাইরাল নুসরতের বিকিনি পরা ছবি, নায়িকার পোস্ট নিয়ে ধেয়ে এল কটাক্ষ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 29, 2024 | 8:55 PM

তাঁকে নিয়ে যতটা আলোচনা হয় তার থেকে বেশি সমালোচনা হয়। যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে তাঁর সন্তানের জন্ম--- প্রতি ক্ষেত্রেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। তবে কখনও তিনি কারও মন্তব্য নিয়ে ভাবিত নন। সে কথাও বার বার বলে এসেছেন।

Nusrat Jahan: ভাইরাল নুসরতের বিকিনি পরা ছবি, নায়িকার পোস্ট নিয়ে ধেয়ে এল কটাক্ষ
নুসরত জাহান।

Follow Us

তাঁকে নিয়ে যতটা আলোচনা হয় তার থেকে বেশি সমালোচনা হয়। যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে তাঁর সন্তানের জন্ম— প্রতি ক্ষেত্রেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। তবে কখনও তিনি কারও মন্তব্য নিয়ে ভাবিত নন। সে কথাও বার বার বলে এসেছেন। তাই যে যেমন মন্তব্যই করুন না কেন কখনও প্রতিক্রিয়া পাওয়া যায় না তাঁর তরফ থেকে। আবারও কটাক্ষের মুখে নায়িকা।

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার পুরনো ছবি পোস্ট করেছিলেন তা নিয়েই কটাক্ষের মুখে নায়িকা। সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা শহর। এই সময় নায়ক নায়িকারা কোনও আনন্দ, সেলিব্রেশনের ছবি পোস্ট করলেই সমালোচনা করতে ছাড়ছেন না অনুরাগীরা। ২১ দিন হয়ে গেল এখনও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায়নি। যা নিয়ে সরব গোটা রাজ্য এবং দেশ। এই সময়ে নায়িকা পোস্ট করেছেন বিকিনি পরা বেশ কিছু ছবি।

কয়েক মাস আগের কথা। পুরো পরিবারের সঙ্গে অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে গিয়ে চুটিয়ে উপভোগ করেছিলেন তিনি সময়টা। সেই স্মৃতিতেই ডুব দিয়েছিলেন নায়িকা। সেই স্মৃতিই যে তাঁর জন্য বুমেরাং হয়ে যাবে সেটা নায়িকা হয়তো আশা করেননি। অভিনেত্রীর এই স্টোরি মিম তৈরি করেছেন অনেকে। কেউ লিখেছেন,”এটাই তো আদর্শ সময় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য।” আবার কেউ লিখেছেন,”এই মুহূর্তে সবাই কতটা চিন্তিত, আপনার চিন্তা হচ্ছে না?” কাউকে কোনও উত্তরও দেননি অভিনেত্রী। এই মুহূর্তে তেমন কোনও সিনেমাতেও দেখা যায় না তাঁকে। আপাতত ব্র্যান্ড এন্ডর্সমেন্টেই বেশি ব্যস্ত নায়িকা।

Next Article