আরজি কর কাণ্ডের জেরে প্রতিবাদ মিছিল। উত্তপ্ত সারা শহর থেকে দেশ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এমনই এক টালমাটাল পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। এক বাইক আরোহীর হাতে রীতিমতো হেনস্থা হতে হয়েছে তাঁকে। ফেসবুক লাইভে এসে ভয়াবহ পরিস্থিতির কথাই জানালেন অভিনেত্রী। নায়িকা জানালেন গাড়ির জানলার কাচ ভেঙে দেয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
তিনি লাইভ ভিডিয়োয় এসে তিনি বলেন,”বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্য়াভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!” তিনি জানিয়েছেন অভিযুক্তকে আটক করেছে পুলিশি।
উল্লেখ্য, এই মুহূর্তে শহরে একের পর এক ঘটনা উঠে এসেছে। এ দিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কড়া ভাষায় জবাব দিতে হয়েছে। নায়িকার মহিলা স্টাইলিস্টকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ইনস্টাগ্রামের পাতায় সেই অস্বস্তিকর পরিস্থিতির কথাই উগরে দিয়েছিলেন নায়িকার স্টাইলিস্ট সিজ়া। তিনি নিজের স্টোরিতে লেখেন,যে ব়্যালিতে হাঁটা কিছু পুরুষ তাঁর স্তনের দিকে এমন লালসার চোখে তাকিয়ে ছিলেন সেটা ভেবেই তাঁর গা ঘিন ঘিন করে উঠছে। সেই সঙ্গে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন তিনি। সেই স্টাইলিস্ট লেখেন,”আমরা কী জন্য প্রতিবাদ করছি বুঝতে পারছি না।” সেই পোস্টটি দেখে আরও কড়া শুভশ্রীর প্রতিবাদের ভাষা।