গ্রেফতার সন্দীপ, ‘আইওয়াশ’ নয় তো! প্রশ্ন বিদীপ্তার, কী বললেন সুদীপ্তা-শ্রাবন্তী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 02, 2024 | 10:01 PM

RG KAR Case: এক টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদ। সোমবার সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর টলিপাড়ায় তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

গ্রেফতার সন্দীপ, আইওয়াশ নয় তো! প্রশ্ন বিদীপ্তার, কী বললেন সুদীপ্তা-শ্রাবন্তী?

Follow Us

এক টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদ। সোমবার সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। যত দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে তার চেয়েও বেশি দিন ধরে পথে প্রতিবাদে বসেছেন শহরের মানুষ। ১ সেপ্টেম্বর আর পাঁচটা সাধারণ মেয়ের সঙ্গে ‘তিলোত্তমা’দের মহামিছিলে পথে নেমেছিলেন টলিপাড়ার তারকারাও। এত দিন ধরে সমাজমাধ্যমের পাতাতেও ন্যায় বিচারে চেয়েও একগুচ্ছ পোস্টও করেছেন সবাই। সোমবার সন্দীপ ঘোষের গ্রেফতারির পর TV9বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল টলিপাড়ার তিন অভিনেত্রীর সঙ্গে। গত ২১ দিন ধরে তাঁরাও গলা উঠিয়েছেন ন্যায় বিচারের জন্য। যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী,শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তীর সঙ্গে। এই ঘটনার পর অভিনেত্রীদের কী মত?

বিদীপ্তা চক্রবর্তী

সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এটা নিঃসন্দেহে ভাল খবর। কিন্তু এটা কোনও আইওয়াশ নয় তো। কারণ, জানতে পারলাম তাঁকে তিলোত্তমা ধর্ষণ মামলা নয় আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল তাঁর নাম তো প্রকাশ্যে এসেছে তিলোত্তমা ঘটনাকে কেন্দ্র করেই। তার পরে এই সব আর্থিক দুর্নীতি এমন সব অনেক তথ্য জানা গিয়েছে। কারণ এর আগে তো কোনও মামলা হয়নি। তিলোত্তমার সঙ্গে ঘটা নৃশংস ঘটনাকে কেন্দ্র করেই সন্দীপের নাম উঠে এসেছে। তাই আমার মনে হয় তিলোত্তমার ধর্ষণ মামলার জন্যই তাঁকে গ্রেফতার করা উচিত। সেটা যতক্ষণ না হচ্ছে… আমার আর কিছু বলার নেই।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আমি এখনই খবরটা পেলাম। তিলোত্তমা ধর্ষণ মামলা ছাড়া অন্য কোন কেসে গ্রেফতার করা হয়েছে সন্দীপকে আমি সঠিক ভাবে খবরটা না দেখে মন্তব্য করতে চাই না বেশি কিছু। তবে আমার একটাই বক্তব্য, আমি একটা মেয়ে। তিলোত্তমা আমাদেরই মতো একটা মেয়ে। যাঁর জন্য আমরা আমাদের যতটা সম্ভব লড়াই করার চেষ্টা করেছি। আমি চাই যে ভাবেই হোক তিলোত্তমার সঙ্গে যাঁরা এই নৃশংসতা করেছে তারা যেন শাস্তি পায়। তিলোত্তমা যেন ন্যায় বিচার পায়। অনেক দিন হয়ে গেল আমরা উত্তরের আশায়। যাঁরা এই জঘন্য কাজটার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়।

সুদীপ্তা চক্রবর্তী

আইন সম্পর্কে আমার তেমন সঠিক কোনও ধারণা নেই। সন্দীপকে গ্রেফতার যখন করাই হয়েছে, নিশ্চয়ই যে ক্ষেত্রে দোষ পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনটা হতেই পারে তিনি প্রত্যক্ষ ভাবে খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত নন। এই ‘প্রতক্ষ্য’ শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই হয়তো ওই কেসে তাঁকে গ্রেফতার করা হল না। উনি নিজে হাতে খুব বা ধর্ষণ করেছেন এমনটা তদন্তে খুঁজে পাওয়া না গেলে আমি বা আপনি চাইছি বললে তো হবে না। এটা তো প্রমাণ সাপেক্ষ। হয়তো ডিরেক্টলি এই বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই অন্য কারণে গ্রেফতার করা হয়েছে।

Next Article