৬০ দিন পার হয়ে গেল। আরজি কর ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যেও উত্সবমুখী মানুষ। রাস্তায় রাস্তায় থিক থিক করছে ভিড়। তবে এই পুজোর আনন্দের মাঝেও ধর্মতলার অনশন মঞ্চে অনশনে সাতজন চিকিত্সক। ওদিকে ত্রিধারা সম্মেলনীর পুজো মণ্ডপ থেকে নয় জনকে আটক করেছে পুলিশ।
কারণ, নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দিয়েছিলেন তাঁরা। এই পরিস্থিতিতে মন ভাল নেই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অভিনেত্রী। প্রথম দিন থেকে প্রতিবাদ জানিয়েছেন তিনি। জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছেন অভিনেত্রী। এমনকি রাজ্য সরকারের দেওয়া সম্মানও ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। পুজোর পরিবেশেও মন ভাল নেই অভিনেত্রীর। নিজের মনের কথা ফেসবুকে লিখলেন সুদীপ্তা।
অভিনেত্রী লেখেন, “মা বলেন পুজোর ষষ্ঠীর দিন নতুন জামা পরতেই হয়। ছোটবেলা থেকে এটাই জেনে আর মেনে এসেছি। এই প্রথম দুর্গাপুজো…. ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না। আমার মতো করে এটাই আমার প্রতিবাদ। কিছু কিনিনি ও। ইচ্ছে ও করেনি।’ সুদীপ্তার পোস্টে সমর্থন জানিয়ে, অনেকে বলেছেন- ‘এই বছর নতুন জামা কিনিওনি, পরিওনি।” শুধু সুদীপ্তা নন এই তালিকায় রয়েছেন অনেকে। উত্সবে ফেরার বিরোধীতা করেছেন অনেকেই। কয়েক দিন আগে অভিনেত্রী শ্রুতি দাস তাঁর ফেসবুকে লিখেছিলেন যে তিনিও কোনও নতুন জামা পরবেন না।