প্রতি দিনই ছেলে মেয়ের নানা মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন তাঁরা। শত ব্যস্ততার মাঝেও তাঁদের জীবনের গুরুত্ব হল পরিবার। তাঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। ছবির শুটিং, পরিচালনা, প্রচার সেই সঙ্গে নানা ধরনের ইভেন্ট এ সব ব্যস্ততা তো রয়েছেই তাঁদের। সেই সঙ্গে রাজের উপরি দায়িত্ব হল ব্যারাকপুর। তৃণমূল বিধায়ক তিনি। কিন্তু এত কিছুর মাঝেও তাঁদের জীবনে সবকিছুর উপরে রয়েছে পরিবার। তাই তো মেয়ে ইয়ালিনি , ছেলে ইউভানের বড় হয়ে ওঠার কোনও মুহূর্ত মিস করতে চান না তাঁরা। সুযোগ পেলেই ফ্রেমবন্দি করে রাখেন আদরের দুই সন্তানকে। বুধবার সকাল সকাল এমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন রাজ। যেখানে দেখা যাচ্ছে ইয়ালিনি একটা বক্সিং গ্লাভস হাতে নিয়ে কসরত করেই চলেছে। একরত্তির সেই মজার কাণ্ড ফ্রেমবন্দি করে রেখেছেন নায়িকা এবং পরিচালক। যা দেখে অনেকেই বেশ মজাও পেয়েছেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে টলমল পায়ে হাতে বক্সিং গ্লাভস নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে। তার পর গুটি গুটি পায়ে মা-বাবার দিকে এগিয়ে এসেছে একরত্তি ইয়ালিনি। সেই সঙ্গে আবার বক্সিং গ্লাভস দিয়ে মা-বাবার সঙ্গে খুনসুটি করার চেষ্টা করছে। মেয়ের কাণ্ড দেখে গদগদ বাবা রাজ। মেয়েকে কী ভাবে আদর করবে বুঝতেই পারছিলেন না। আর পাশে বসে ঠাকুমাও নাতনির কাণ্ড দেখে হেসে কুল পাচ্ছেন না। বক্সিং গ্লাভস নিয়ে খেলতে খেলতে বাবা বাবা বলতে বলতে রাজকে জড়িয়ে ধরল ইয়ালিনি। এমনই এক আদুরে ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী এবং পরিচালক তাঁদের সমাজমাধ্য়মের পাতায়। গত নভেম্বরে এক বছরে পা দিয়েছে ইয়ালিনি। আপাতত ছেলে-মেয়ের নানা কাণ্ড দেখেই সময় কেটে যায় তাঁদের।