KIFF 2022: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী ছবি কোনটি?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2022 | 8:54 PM

KIFF 2022: এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী হতে চলেছে আর পাঁচদিন পর থেকে?

KIFF 2022: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন, এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী ছবি কোনটি?
সাংবাদিক সম্মেলনে তারার মেলা। নিজস্ব চিত্র

Follow Us

 

এ বছরটা যেন ডাবল বোনাজা। বছরের শুরুতেই শহর কলকাতা দেখেছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর বছর শেষও হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব দিয়েই। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে আগেরবারের মতো নবান্নের সভাঘর থেকে ভার্চুয়াল অভিনেত্রী নয়। বরং ধুমধাম করে নন্দন চত্বর থেকেই হতে চলেছে অনুষ্ঠানের সুচনা। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ অর্থাৎ শনিবার। কী জানা গেল সেখানে? আগের বার উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছিল ‘অরণ্যের দিনরাত্রি’। এবার বেছে নেওয়া হয়েছে হৃষীকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘অভিমান’কে, যা মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। জীবিত থাকলে এ বছর শতবর্ষ পূর্ণ করতেন ওই কিংবদন্তী পরিচালক। তাঁকে সম্মান জানাতেই বেছে নেওয়া হয়েছে এই ছবি…এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি কিছু নেই, এই প্রসঙ্গে ফেস্টিভ্যালের চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, “না থাকার বিশেষ কোন কারন নাই, সব বছর এক রকম তো হবেনা। এবছর অন্য রকম হল। আমরা পৃথিবীর সব দেশের ভালো ছবি দেখাব।’

এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী হতে চলেছে আর পাঁচদিন পর থেকে?

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে

শেষ হবে ২২ ডিসেম্বর

১৩০টি ছবি দেখানো হবে

৪২ টি দেশ এবার অংশ নিচ্ছে এই উৎসবে

তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা– ২০২২ কেড়ে নিয়েছে যাদের তাঁদের জানানো হবে বিশেষ শ্রদ্ধা

শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান জানানো হবে দিলীপ কুমার, হৃষীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, আসিফ আলি আকবর খাঁ, পাওলো পাসোলিনিকে

আমন্ত্রণ জানানো হয়েছে একগুচ্ছ তারকাকে, আসার কথা রয়েছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের

থাকবেন শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা ও অরিজিৎ সিং

সৌরভ গঙ্গোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে

বিশ্বকাপের মরসুমের জোর দেওয়া হয়েছে ক্রীড়াকেন্দ্রিক ছবির উপর

দেখানো হবে ‘চাক দে ইণ্ডিয়া’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘৮৩’ ও ‘কোনি’র মতো ছবি

 

এ দিনের সাংবাদিক সম্মলনেও হাজির ছিলেন একগুচ্ছ তারকা। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, জুন মাল্য, ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, রুক্মিণী মিত্রসহ আরও অনেকেই। বিগত বেশ কিছু বছরের মতো এ বছরও চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বিধায়ক রাজ চক্রবর্তী।

 

Next Article