বছর শেষ হওয়ার আগে একটি দুর্দান্ত স্টান্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্ভবত কোনও রিসোর্টের একটি সুইমিং পুলের সামনে তোলা সেই ছবি। কাঠের একটি টেবিলে ভর করে হাওয়ায় লাফ দিলেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরা হল ক্যামেরার লেন্সে। ছবি শেয়ার করে মজার ক্যাপশন লিখেছেন অঙ্কুশ। যে স্টান্ট তিনি করেছেন, তা নিয়ে সকলকে নকল করতে মানা করেছেন। কেন মানা করেছেন, সেই কারণও জানিয়েছেন অভিনেতা-প্রযোজক।
অঙ্কুশ তাঁর পোস্টে লিখেছেন, “ইয়ো। এটা বাড়িতে ট্রাই করবেন না কিন্তু। কারণ, আপনারা যদি এটা করেন, তা হলে বুঝে যাবেন এটা করা কতটা সহজ এবং আমাকে কোনও ক্রেডিট দেবেন না এই পোজ়ের জন্য।”
এই পোস্টের কমেন্ট বক্সে শ’য়ে শ’য়ে মন্তব্য পড়েছে তারপরই। অনুরাগীরা জানিয়েছেন তাঁদের মতামত। কেউ- কেউ স্বীকার করে নিয়েছেন তাঁরা এমন স্টান্ট করতেই পারবেন না। কেউ লিখেছেন পারবেন। একজন লিখেছেন, “আমি করতে পারব। বাড়িতে করেই শিখেছিলাম”। একজন অঙ্কুশের সঙ্গে অক্ষয় কুমারের মিল খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, “সেই অক্ষয় কুমারের খিলাড়িকে দেখতে পাচ্ছি”। এক অনুরাগী আবার সংশয় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “দাদা একটু সাবধানে। না হলে পড়ে যাবে”।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতজন অভিনেতা আছেন, তাঁদের মধ্যে অন্যতম সেরা ডান্সার অঙ্কুশ। তিনি নাচের রিয়্যালিটি শোয়ের বিচারকও হয়েছেন অতীতে। সম্প্রতি নিজের প্রযোজনায় প্রথম ছবি তৈরি করলেন। সেই ছবির নাম ‘মির্জা’। এই মুহূর্তে অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে ‘শিকারপুর’ ছবির শুটিংয়ে ব্যস্ত অঙ্কুশ।