কলকাতা: সদ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু, জীবনের নতুন ইনিংস শুরুর পরই বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা থেকে রাজনেতা হওয়া উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। সেটা অবশ্য একান্তই ব্যক্তিগত কারণে। ‘প্রেমিকা’ শ্রীময়ীকে সঙ্গে নিয়ে গাড়ি আটকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে স্বামী কাঞ্চনের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতেই পালটা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন।
সূত্রের খবর, কলকাতার চেতলা থানায় পালটা আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক কাঞ্চন মল্লিক। রবিবার সন্ধ্যায় এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্রে তৃণমূলের এই তারকা বিধায়ক দাবি করেছেন, স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘হেনস্থা করেছেন।’ এই বিষয়ে কাঞ্চনের মতামত জানতে চেয়ে তাঁকে বারংবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। উভয় পক্ষের অভিযোগই পুলিশ খতিয়ে দেখছে বলে খবর। যদিও কোনও অভিযোগের ভিত্তিতেই এখনও পর্যন্ত মামলা রুজু করা হয়নি।
কী ভাবে গোটা ঘটনার সূত্রপাত? আসলে বিগত বেশ কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া। শোনা যাচ্ছে শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও শ্রীময়ী এ কথা একেবারেই মানতে চাননি। অন্যদিকে, গত লকডাউন থেকেই চেতলায় নিজের বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছিল সম্পর্কের সমীকরণ।
আরও পড়ুন: শ্রীময়ী-কাঞ্চনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পিঙ্কি, ‘…হারাতে চাই না’, ভেঙে পড়লেন কান্নায়
এহেন পরিস্থিতিতে শনিবার চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেখানেই বচসায় জড়ান তাঁরা, যা গড়ায় থানা পর্যন্ত। পিঙ্কির অভিযোগ, শনিবার রাতে তাঁর গাড়ি আটকে হুমকি দেন কাঞ্চন ও তাঁর ‘প্রেমিকা’ শ্রীময়ী। তিনি আরও জানান, ঘটনায় ভয় পেয়ে যায় তাঁর সন্তানও। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন: শ্রীময়ী গাড়ির দরজা আটকাল, আমার বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে: পিঙ্কি