Sreelekha Mitra: জামাকাপড় নিলাম করছেন শ্রীলেখা মিত্র, তৈরি করতে চান সারমেয় সন্তানদের জন্য ফান্ড

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 08, 2022 | 5:03 PM

Sreelekha Mitra: এক কথায় পুজোর আগে অভিনব এবং প্রশংসনীয় উদ্যোগ বটে। এমনভাবে ভাবতে তাঁরাই পারেন, যাঁদের পশুপাখিদের প্রতি প্রেম আছে।

Sreelekha Mitra: জামাকাপড় নিলাম করছেন শ্রীলেখা মিত্র, তৈরি করতে চান সারমেয় সন্তানদের জন্য ফান্ড
শ্রীলেখা মিত্র।

Follow Us

পুজোর আগে লোকে জামা কিনে আলমারি ভর্তি করে। কিন্তু তিনি যে ব্যতিক্রমী। আলমারি ফাঁকা করলেন। অনেক জামাকাপড় জড়ো করলেন বিছানার উপর। তারপর ছবি তুলে পোস্ট করলেন ফেসবুকে। কেন এত জামা জড়ো করলেন শ্রীলেখা? তার কারণ সারমেয় সন্তানদের জন্য তিনি একটি ফান্ড তৈরি করতে চান। এবং সেই জন্য নিজের জামাকাপড় নিলাম করতে চান অভিনেত্রী। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “অনেক ভেবে দেখলাম, অত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম (পড়ুন অকশন) করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার। যেই টাকা উঠবে (‘যদি ওঠে’, প্রশ্ন তুলেছেন শ্রীলেখা), সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও।” সেই সঙ্গে শ্রীলেখা এও জানিয়েছেন, কিছু জামা তিনি ‘স্বপ্নের পাঠাশালা’কে দিচ্ছেন।

এক কথায় পুজোর আগে অভিনব এবং প্রশংসনীয় উদ্যোগ বটে। এমনভাবে ভাবতে তাঁরাই পারেন, যাঁদের পশুপাখিদের প্রতি প্রেম আছে। যাঁরা পশুপাখিদের নিজের সন্তানের মতোই ভালবাসেন। সারমেয় সন্তানদের জন্য অনেক লড়াই করেছেন শ্রীলেখা। এখনও লড়াই করে চলেছেন তিনি। তাঁর আবাসনে সারমেয়দের খেতে দেওয়া নিয়ে বারবারই আপত্তি উঠেছে। কটূক্তি শুনেছেন শ্রীলেখা, কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন।

তাঁর এবারের উদ্যোগে অনেকেই খুব খুশি। ফেসবুকে তাঁর কমেন্ট বক্সে এসে একজন লিখেছেন, “খুব ভালো উদ্যোগ দিদি। কখনও এরকম উদ্যোগে আমিও সামিল হতে পারলে ভাল লাগবে।” কেউ-কেউ বলেছেন, ‘সাধুবাদ জানাই’।

Next Article