Sreelekha Mitra: দেশভাগ নিয়ে বাবার লেখা বই ছাপাবেন শ্রীলেখা; লিখলেন, ‘পরপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমিও…’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 12, 2022 | 1:05 PM

Sreelekha Mitra Tribute: দেশভাগের অভিজ্ঞতা বই আকারে প্রকাশিত হবে। বাবার লেখা এই প্রবন্ধের প্রুফ রিড করছেন শ্রীলেখাই।

Sreelekha Mitra: দেশভাগ নিয়ে বাবার লেখা বই ছাপাবেন শ্রীলেখা; লিখলেন, পরপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমিও...
বাবার লেখা প্রবন্ধ বই আকারে ছাপাচ্ছেন শ্রীলেখা...

Follow Us

গত বছর জ়ুরিখ ও ভেনিস সফর কাটিয়ে দেশে ফিরেই জীবনের চূড়ান্ত খারাপ সময়ের সম্মুখীন হয়েছিলেন শ্রীলেখা মিত্র। হারিয়েছিলেন বাবাকে। যে বাবাকে ঘিরে অনেকখানি জীবন ছিল অভিনেত্রীর। মেয়েকে নিয়ে কম গর্ব ছিল না বাবারও। তিনি নিজেও অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করতেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। লেখালেখি করতেন। বাবার এই শৈল্পিক গুণগুলোই পেয়েছেন শ্রীলেখা। বাবা চলে গিয়েছেন এক বছর হতে চলল। বাবাকে দারুণ ট্রিবিউট দিতে চলেছেন শ্রীলেখা। তিনি লিখতেন দারুণ। তাঁরই দেশভাগের একটি লেখাকে প্রুফ রিড করে বই আকারে ছাপাতে দেবেন অভিনেত্রী। কাজ অনেকটাই এগিয়েছে। প্রকাশকও রাজি। বাবার কিছু ছবি শেয়ার করে একটি ফেসবুক পোস্ট করেছেন শ্রীলেখা।

শ্রীলেখার বয়ানে:

“এ মাসেই ২৫ তারিখে গত বছর বাবা আমাদের ছেড়ে চলে যায়। বাবারও আমারই মতো লেখালেখির শখ ছিল। তাই বাবার একটা লেখা –  মূলত, বাংলাদেশে আমাদের আদি জমিদারবাড়ির গল্প, কয়েক বছর পর সেখান থেকে এদেশে আসা এবং তার স্ট্রাগল নিয়ে লেখার উপর ভিত্তি করে একটা প্রবন্ধ ছাপাচ্ছি বই আকারে, ডেজ়স পাবলিশিং থেকে। আজ সকাল থেকে বাইরের ওয়েদারের মতোই মনটা খানিক ভিজে আছে। বসে প্রুফ রিড করছি ফাইনালি ছাপতে দেওয়ার আগে। জীবদ্দশায় পারলাম না, মৃত্যুর এক বছরে এটাই আমার নিবেদন। আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে আজ আমি বড্ড একা। তাই আজ মৃত্যু ভয়, ভোগ বিলাস সেভাবে আর আকৃষ্ট করে না। পরপারে যাওয়ার জন্য আমিও খানিক প্রস্তুতি নিচ্ছি বলা যেতে পারে। যদি ওদের দেখা পাই আবার।”

Next Article