বাড়ির নতুন অতিথিকে নিয়ে বেরিয়ে পড়লেন অঙ্কুশ, বললেন মনের কী দোষ!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 22, 2021 | 5:05 PM

Ankush Hazra: রাতের বেলা রাস্তায় বেরিয়ে পড়লেন অঙ্কুশ। তাঁর হুড খোলা গাড়ি। অভিনেতাকে দেখে বোঝাই যায়, দারুণ মুডে রয়েছেন। ডুব দিলেন নস্ট্যালজিয়ায়। গাইলেন সোনু নিগমের গান 'ইয়ে দিল দিওয়ানা'।

বাড়ির নতুন অতিথিকে নিয়ে বেরিয়ে পড়লেন অঙ্কুশ, বললেন মনের কী দোষ!

Follow Us

ছোটবেলার নস্ট্যালজিয়ায় ডুব দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। হুড খোলা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রাতের বেলায়। স্টিয়ারিংয়ে তাঁর হাত। ফাঁকা রাস্তায় হুহু করে গাড়ি চলছে। সোনু নিগমের গান ‘ইয়ে দিল দিওয়ানা’র সুরে ঠোঁট মেলালেন অভিনেতা। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, “নিজের সঙ্গে কিছুটা সময়। হ্যাশট্যাগ লং ড্রাইভ, হ্যাশট্যাগ নস্ট্যালজিক মিউজিক, হ্যাশট্যাগ ফ্যান মোমেন্ট, হ্যাশ ট্যাগ রিল লাইফ।”

 

অঙ্কুশের পরিবারের নতুন অতিথি আর কেউ নন, তাঁর নতুন গাড়ি। কিছুদিন আগে একটি গাড়ি কিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। গাড়ি আসার আগে আরও একটি পোস্ট করে জানিয়েছিলেন তাঁর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অনেকে ভাবতে থাকেন বিয়ে করছেন অঙ্কুশ। অনেকে এও ভেবেছিলেন তিনি বিয়ে করে ফেলেছেন। তাই আগাম শুভেচ্ছাও জানিয়েছিলেন। সেই সদস্য যে আসলে একটি গাড়ি তা কিছুদিনের মধ্যেই খোলসা করেন অঙ্কুশ।

এবার সেই গাড়ি নিয়েই বাইরে বেরিয়েছিলেন অঙ্কুশ। এবং পোস্ট করেন এই ভিডিয়ো। এই পোস্টের আগে আরও একটি পোস্ট করেন অভিনেতা। ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিং অভিনীত আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন রণবীর সিং। তাঁর লুকে ছিল লম্বা চুল। একটি পরচুলা পরে ছবির ‘খলবলি’ গানের সঙ্গে লিপ সিং করেন অঙ্কুশ। ছবি পোস্ট করেন দেবের সঙ্গেও। দেব এখন তাঁর প্রযোজনায় তৈরি ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। যিশু থেকে ঋতুপর্ণা, বহু তারকাই সেই ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন। ভ্যানিটি ভ্যানের ভিতর দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন,  “আমাদের ‘কিশমিশ’ মুহূর্ত। ছবির অংশ হতে পেরে আমি খুশি। দেব তুমি সুইটহার্ট। ভাই, তোমাকে সবসময় ভালবাসি।”

আরও পড়ুন: রাখিতে বোনদের মিস করছেন প্রসেনজিৎ; এবার ভার্চুয়াল মাধ্যমেই ‘বুম্বাদা’র রক্ষাবন্ধন

Next Article