অতনু ঘোষের সঙ্গে ‘শেষ পাতা’ ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগেও অনতুর সঙ্গে তিনি কাজ করেছেন দুটি ছবিতে – ‘ময়ুরাক্ষী’ ও ‘রবিবার’। ‘শেষ পাতা’তেও তাঁকে নতুন ভূমিকায় দেখবেন দর্শক। সম্প্রতি একটি ভিডিয়ো প্রসেনজিৎ শেয়ার করেছেন তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেখানে ‘বিহান্ড দ্য সিন’-এর ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “দেখাতে চাই, প্রত্যেক শুট বা ইভেন্টের আগে কী হয় আমাদের মেকআপ রুমে।”
আজ রাখি। আর রাখি উৎসব শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রসেনজিতের এই পোস্ট বলে দিল ভাই-বোনের এই পবিত্র দিনে তিনি কাজেই ব্যস্ত রয়েছেন। কোথায় আছেন ‘বুম্বাদা’? তিনি এখন মুম্বইয়ে, শুটিংয়ে ব্যস্ত। বিক্রমাদিত্য মোটওয়ানির সঙ্গে কাজ করছেন একটি বড়সড় প্রজেক্টে। গত বছর সেই শুট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হয়নি। তারপর এল কোভিডের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই কাজে ফিরেছেন সকলে। সেই সঙ্গে প্রসেনজিৎও। কিন্তু তা বলে বোন পল্লবী ও অন্যান্য বোনরা কি তাঁকে রাখি পরাবেন না?
সবটাই আজ হচ্ছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে। তেমনটাই পল্লবী TV9 বাংলাকে জানিয়েছেন। বলেছেন, “মনটা আজ ভীষণ খারাপ লাগছে। আজকের দিনে দাদাকে কাছে পেলাম না। কিন্তু দাদাকে নিজে হাতে রাখি দিয়ে এসেছি। কিছুদিন আগে মুম্বই গিয়েছিলাম। এই সবে ফিরেছি। দাদা তো ওখানে শুটিং করছে। আমি ফেরার আগে দাদাকে এবারের রাখি দিয়ে এসেছি। ভার্চুয়াল মাধ্যমেই রাখি পরাব আজ। একটাই দুঃখ নিজে হাতে পরাতে পারব না। তবে এই ভাইফোঁটায় আমরা একসঙ্গে খুব মজা করব ঠিক করেছি।”
মুম্বইয়ে শুটিংয়ে ফাঁকে TV9 বাংলাকে প্রসেনজিৎ বলেন, “আমার সব বোনদের খুব মিস করছি আজ। চারদিকে রাখির উৎসব পালন হচ্ছে। আর আমি শুটিংয়ে। আমার সব বোনদের জন্য অনেক আদর, অনেক ভালবাসা রইল। ওরা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, দাদা হিসেবে এটাই কামনাই করি। আর এটা অবশ্যই বলতে চাইব, আপনারা সকলে রাখির পবিত্র উৎসব পালন করুন করোনার বিধি মাথায় রেখে। এই কোভিডকালে সকলের সুস্বাস্থ্য কামনা করি।”
আরও পড়ুন: Rakhshabandhan: পর্দায় জনপ্রিয় ‘ভাই-বোন’, কিন্তু অভিনয় করেছেন ‘লাভ-বার্ডস’ হয়েও