বদলে গেল ঋতুপর্ণার ডিপি, আফগানিস্তানকে বাঁচানোর আর্তি অভিনেত্রীর মুখে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 22, 2021 | 9:18 AM

গত সোমবার থেকেই কাবুল ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রথম দিকে কিছু সংখ্যক মানুষ ভাগ্যক্রমে বিমানবন্দরে ঢুকতে পারলেও পরে তাদের পিছু নেয় তালিবান মুজাহিদ্দিন।

বদলে গেল ঋতুপর্ণার ডিপি, আফগানিস্তানকে বাঁচানোর আর্তি অভিনেত্রীর মুখে
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

তালিবানের মুঠোয় আফগানিস্তান। বিশ্বজুড়ে উত্তপ্ত বাতাস বইছে। রাজধানী কাবুলে এখন তালিবানি নিশান। সরকারি দফতর থেকে বিনোদন পার্ক, সর্বত্রই তালিব-রাজ। এমতাবস্থায় ওই দেশের নিরীহ মানুষদের জন্য প্রাণ কাঁদছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। টুইটারে ইতিমধ্যেই নিজের ছবি উড়িয়ে দিয়েছেন তিনি। সেখানেও হ্যাশট্যাগে আফগানিস্তানকে বাঁচানোর আকুল আর্তি তাঁর।

এক টুইটে ঋতুপর্ণা লেখেন, “আমি ভীত ও সন্ত্রস্ত। জানিনা প্রতিবাদের ভাষা কী হওয়া উচিত। ওই সব সাইকোপ্যাথের হাতে অসহায়রা। বিশ্ব রাজনীতি? সীমান্ত সুরক্ষা ফেল করে গিয়েছে। আমরা প্রাচীন যুগে ফিরে গিয়েছি।” তবে শুধু ঋতুপর্ণাই নন তালিব রাজের বিরুদ্ধে সম্প্রতি গানের মাধ্যমে আওয়াজ তুলেছিলেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন অর্থ সাহায্যও। মার্কিনী পল্লিগীতি Wayfaring stranger ও দ্বিতীয়টি পল সিমনের গাওয়া Sound of Silence… গিটার-অস্ত্র তুলে নিয়ে এই গান দুটি শুনিয়েছিলেন ওঁরা।

গত সোমবার থেকেই কাবুল ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রথম দিকে কিছু সংখ্যক মানুষ ভাগ্যক্রমে বিমানবন্দরে ঢুকতে পারলেও পরে তাদের পিছু নেয় তালিবান মুজাহিদ্দিন। তারা বিমানবন্দর দখল নেওয়ার চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় মার্কিন সেনা। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতেই শেষ আশ্রয়ের খোঁজে নানা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আফগান বাসিন্দাদের।


এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর। অবশেষে ২৩ জন আফগান শিখকে ভারতে নিয়ে আসা সম্ভব হয়েছে। আনা হয়েছে আফগানিস্তানের সাংসদ তথা অন্যতম নেতা নরেন্দ্র সিং খালসাকে।

ইতিমধ্যেই মার্কিন সেনা অনুমতি দিয়েছে প্রতিদিন দুটি করে বিমান ওড়ানোর। এর ফলে অনেক দ্রুত ভারতীয়দের ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয়দের দেশে ফেরাতে মোট তিনটি রুট ব্যবহার করা হচ্ছে। দুশানবে, তাজিকিস্তান, কাতার এই তিন পথে ভারতীয়দের নিয়ে আসছে বিমানগুলি। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ তালিবানের কাবুল দখলের পরই ১২০ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান এসেছে ভারতে। ভারতীয়দের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় তার জন্য বিদেশ মন্ত্রকের তরফে কাবুল বিমানবনন্দরের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে সূত্রের খবর। আপাতত গোটা দেশে তালিবান দখল নিলেও হামিদ কারজাই এয়ারপোর্ট তথা কাবুল বিমানবন্দররে দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনী।

গতকাল উদ্ধারকাজ চালানোর সময় খবর আসে কাবুল বিমানবন্দরের সামনে গ্যারেজ থেকে ১৫০জনকে বন্দি করেছেছে তালিবান। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন আফগান নাগরিক ও শিখ আফগান থাকলেও অধিকাংশই ছিলেন ভারতীয়। আচমকাই তাঁদের গাড়ি যাওয়ার সময় সেখানে বেশ কিছু তালিবান হাজির হয়। তাদের হাতে কোনও অস্ত্র ছিল না, তারা অন্য গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দেয়। মারধর করা হয় বলেও খবর আসে। যদিও তালিবান সেই খবরের সত্যতা অস্বীকার করে, ভারতও জানায় যে নিরাপদেই আছেন ভারতীয়রা।

আরও পড়ুন- বিগবসে এ বার রেখাও! তবে সশরীরে নয়, দেখা যাবে এক বিশেষ ভূমিকায়

Next Article