Tollywood Gossip: আমার বিজ্ঞানী হতে না পারাটা পৃথিবীর ক্ষতি: অঙ্কুশ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 09, 2023 | 5:32 PM

Tollywood Gossip: অঙ্কুশ হাজরার শিক্ষাগত যোগ্যতা কী, সে নিয়ে টলিপাড়ায় অতীতে হয়েছে নানা আলোচনা। হয়েছে ট্রোলিংও। তবে বরাবরই ট্রোলকে সহজে নেন অভিনেতা।

Tollywood Gossip: আমার বিজ্ঞানী হতে না পারাটা পৃথিবীর ক্ষতি: অঙ্কুশ
অঙ্কুশ হাজরা।

Follow Us

 

অঙ্কুশ হাজরার শিক্ষাগত যোগ্যতা কী, সে নিয়ে টলিপাড়ায় অতীতে হয়েছে নানা আলোচনা। হয়েছে ট্রোলিংও। তবে বরাবরই ট্রোলকে সহজে নেন অভিনেতা। এবার তাঁর আরও এক মন্তব্য শুনে হেসে খুন সাধারণ। জানেন কি, ছোটবেলায় বিজ্ঞানী হতে চাইতেন অঙ্কুশ। এ কথা নিজেই বলেছেন তিনি। তবে এক ‘বিধিবদ্ধ সতর্কীকরণ’ও জুড়ে দিয়েছেন সঙ্গে।

মাস দেড়েক আগেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনর সঙ্গে অভিনেতা হাজির হয়েছিলেন আইসল্যান্ডে। সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। আবারও ফিরে দেখলেন সেই আইসল্যান্ড সফর। রবিবার সকালে শেয়ার করলেন আরও এক ভিডিয়ো। দেখা যাচ্ছে বরফ জমা আইসল্যান্ডের লেগুনে সফর করছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। নামেই জল। ভাসছে হিমবাহ। আর তাপমাত্রা, মাইনাস। আগাগোড়া নিজেকে মুড়ে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে আচমকাই ওই ঠাণ্ডা জলে হাত ঢুকিয়ে তা থেকে বরফ তুলে নেন অঙ্কুশ। কাচের মতো স্বচ্ছ বরফ। ঐন্দ্রিলা জিজ্ঞাসা করেন, ওই বরফ নিয়ে কী করবেন অঙ্কুশ? ‘বরফ চোর’ অঙ্কুশে হাস্যরস কিন্তু ঘুরতে গিয়েও ফিকে হয়নি। পুরোদস্তুর অ্যাকসেন্টে তিনি বলেন, “আমি একটু গবেষণা করব”। ভিডিয়োটি এতটুকুই।

তবে এর চেয়েও মজার অঙ্কুশের ক্যাপশনটি। অঙ্কুশ লেখেন, “আমি সব সময় বিজ্ঞানী হতে চাইতাম। সবাই আমার পাশে দাঁড়ায় শুধু আমার পরীক্ষার নম্বর ছাড়া। এটা আমার ক্ষতি না, এই পৃথিবীর ক্ষতি। যাই হোক সবাইকে রবিবারের শুভেচ্ছা।” অঙ্কুশের এই মন্তব্য কিন্তু নিছকই মজার। অনস্ক্রিন তাঁর ‘কমিক টাইমিং’ জনপ্রিয়, অফস্ক্রিনও যে অভিনেতা বেশ মজার, সে প্রমাণই যেন মিলেছে। ভক্তদের মজার মন্তব্য। একজন লিখেছেন, “দাদা সবারই এক অবস্থা, মার্কশিটটাই সাহায্য করে না”। আর একজনের আবদার, “দাদা তুমি একটু টাইম করে ভাল কমেডি মুভি কর না প্লিজ। তোমার কমেডি টাইমিং ভীষণ ভাল।” কমেডি চরিত্রে কিন্তু কিছু দিন আগেই দেখা গিয়েছিল অঙ্কুশকে। ‘বিবাহ অভিযান ২’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বিপরীতে ছিলেন নুসরত ফারিয়া। যদিও ওই ছবি হিট হয়নি।

 

 

Next Article