Aparajita Adhya: নিশিঠেকে ‘বেশরম’ অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর চর্চা

Aparajita Adhya: নাচতে তিনি ভালবাসেন। ছোট থেকেই বাড়িতে ছিল নাচের স্কুলও। কখনও 'ও আন্তাভা' আবার কখনও বা 'সামি সামি' গানের সঙ্গে তাঁর রিলস ভাইরাল হয়েছে আগেও। এবার অপরাজিতা আঢ্য 'বেশরম'।

Aparajita Adhya: নিশিঠেকে 'বেশরম' অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর চর্চা
ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর চর্চা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 9:53 AM

নাচতে তিনি ভালবাসেন। ছোট থেকেই বাড়িতে ছিল নাচের স্কুলও। কখনও ‘ও আন্তাভা’ আবার কখনও বা ‘সামি সামি’ গানের সঙ্গে তাঁর রিলস ভাইরাল হয়েছে আগেও। এবার অপরাজিতা আঢ্য ‘বেশরম’। বড়দিনের আনন্দে যখন শহর মাতোয়ারা তখন লাল গাউনে লক্ষ্মী কাকিমাকে যেন চেনা দায়। শহরের নিশিঠেকে তাঁর নাচই এখন চর্চার টপিক। দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের আসন্ন ছবি ‘পাঠান’-এর বেশরমেই নাচলেন তিনি। শুধু কি নাচলেন? যোগ্য সঙ্গত দিল মুখভঙ্গিমাও। দর্শক তাঁকে এ রূপে সচরাচর দেখেন না। টেলিভিশন থেকে বড় পর্দায় তিনি বরাবরই ভাল মানুষ। সেই ‘লক্ষ্মী কাকিমা’র উষ্ণ রূপ নিয়ে আলোচনা হবে এটাই তো স্বাভাবিক। প্রসঙ্গত, শাহরুখের কামব্যাক ছবির এই গান নিয়ে এখন সরগরম দেশের রাজনৈতিক মহল। গেরুয়াশিবিরে একটা বড় অংশের দাবি, গানটিতে দীপিকা পাড়ুকোন যে পোশাক পরেছেন তা অশালীন। উঠেছে বয়কটের ডাক। তাতে অবশ্য ‘কুছ পরোয়া নহি’ অভিনেত্রীর। তাঁর যে গানটি ভালই লেগেছে সে প্রমাণ দিচ্ছে তাঁর এই ভিডিয়োটি।

কাজ নিয়ে বেজায় ব্যস্ত অপরাজিতা। কিছুদিন আগেই তাঁর ছবি ‘কথামৃত’ মুক্তি পেয়েছিল। একই সঙ্গে রয়েছে ধারাবাহিক লক্ষ্মীকাকিমা সুপারস্টারের শুটিং। ‘কথামৃত’ ছবির মুক্তির সময় টিভিনাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় মেতেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন আজকাল নাকি কথা বলা অনেক কমিয়ে দিয়েছেন তিনি। কেন? অপরাজিতা বলেছিলেন, “আসলে বলা হয় যে, জীবনে যখন কেউ খুব স্থির হয়ে যাবে, তখন তাঁর কথা সবার আগে কমে আসবে। যাঁরা সাধক হন, তাঁরা কিন্তু খুব কম কথা বলেন। ঠিক একই রকম… কোনও মানুষের মধ্যে যখন ওই স্থিরতা আসবে , সেই বোধ আসবে… ভাষা অনেক কমে আসবে নিজে থেকেই। তাই আগে যতটা বকবক করতাম, এখন তার সিকিভাগও করি না।” যোগ করেছিলেন, “অতীতকে তো বদলানো যায় না। আমরা সবাই একটা ছোটবেলায় বাঁচি। জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। যখন বড় হয়ে যাই, তখন শৈশবকে হারিয়ে ফেলি। যখন কম কথা বলি, তখন বেশি কথা বলাটাকে হারিয়ে ফেলি। সবেরই প্রয়োজন আছে।”

কথা হয়েছিলেন জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়েও। জীবনে যা চেয়েছেন তার চেয়ে বেশিই পেয়েছেন বলে দাবি অভিনেত্রী। তবু এত পাওয়ার মধ্যেও একটা শূন্যতা রয়েই গিয়েছে তাঁর। তা হল খুব ছোট বয়সে বাবার মৃত্যু। বলেছিলেন, “সব পেলাম। সব হল। তবু বাবা কিছুই দেখে যেতে পারলেন না।”