কেরিয়ারের শুরুতে উত্তমকুমারের কোট পরেছিলেন ভাস্বর! শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল ঘাম

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 24, 2021 | 10:14 PM

৪১ বছর আগে উত্তমকুমার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আজও তাঁর জন্য প্রাণ কাঁদে সিনেমাপ্রেমী মানুষের।

কেরিয়ারের শুরুতে উত্তমকুমারের কোট পরেছিলেন ভাস্বর! শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল ঘাম

Follow Us

তিনি আমাদের সকলের প্রিয় মহানায়ক। কোনওভাবেই আমরা তাঁকে ভুলতে পারিনি। আজ থেকে ৪১ বছর আগে ঠিক আজকের দিনেই গোটা বাংলা সিনেমার জগৎকে কাঁদিয়ে পরলোক গমন করেছিলেন উত্তমকুমার। তাই আজও তাঁর জন্য প্রাণ কাঁদে সাধারণ থেকে সেলেব – সব বাঙালির। তাঁদের মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা সত্যি ভাগ্যবান, যাঁরা মানুষটি সান্নিধ্যে পেয়েছিলেন। কেউ তাঁকে জীবিত অবস্থায় পেয়েছেন। কেউ পেয়েছেন মৃত্যুর পরেও। তেমনই একটি আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অভিজ্ঞতার কথা লিখেছেন ভাস্বর। বহু বছর আগে জন্মভূমি ধারাবাহিকে শুটিং করার সময় এক অনন্য সুযোগ এসেছিল তাঁর কাছে। সব অভিনেতার কাছে সেই সুযোগ আসে না। ভাস্বর শুটিং উত্তমকুমারের কোট পরেছিলেন। তাঁর শরীর ঠান্ডা হয়েছিল। তিনি সেই কোট পরা ছবি শেয়ার করে লিখেছেন – “এনি আইডিয়া কেনও এই ছবিটা দিলাম? আমি যখন ‘জন্মভূমি’তে কাজ করতাম, তখন হামেশা আমায় কোট পরতে হত। একদিন এই কালো কালো পরে শট দিয়ে এসে মেকআপ রুমে বসেছি। ড্রেসার নিমাই কাকা এসে বললেন, জানো তুমি আজ কার কোট পরে শুটিং করেছ? আমি না বলাতে বললেন এটা বড়বাবুর জিনিস, তোমায় পরালাম। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম বড়বাবু কে? মুচকি হেসে কাকা জানালেন, উত্তমকুমার!
আমার সারা শরীরে কেমন ঘাম দিতে লাগল, শিহরণ হল। এ তো সাংঘাতিক পাওয়া। অনেকবার বলেছিলাম, আমায় দিয়ে দাও নিয়ে যাই, সে আর হয়নি। গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন যতদিন সিনেমা থাকবে। আর একটা কথা প্রতি বছরের মতো আজ আমার নায়ক দেখার দিন।

আবারও ধারাবাহিকে একটি খল চরিত্রে অভিনয় করছেন ভাস্বর। ধারাবাহিকের নাম ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’।

আরও পড়ুনDisha Patani: ল্যাভেন্ডার ক্রপটপে মুখ ঢাকলেন দিশা পটানি, লাইক করলেন মিমি চক্রবর্তী 

Guru Purnima: বলিউডের তাবড় তারকাদের গুরু কে?

Next Article