Disha Patani: ল্যাভেন্ডার ক্রপটপে মুখ ঢাকলেন দিশা পটানি, লাইক করলেন মিমি চক্রবর্তী

কিন্তু ছবিটা তুলল কে? অনেকেই বলছেন 'বয়ফ্রেন্ড' টাইগার!

Disha Patani: ল্যাভেন্ডার ক্রপটপে মুখ ঢাকলেন দিশা পটানি, লাইক করলেন মিমি চক্রবর্তী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 9:42 PM

স্টাইল স্টেটমেন্টে দশ গোল দিতে পারেন দিশা পাটানি। তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই সেই ঝলক মেলে। শনিবার নিজের সান কিসড ছবি দিয়ে মন কেড়েছেন টাইগার বান্ধবী। পরনে তাঁর হালকা বেগুনি ক্রপটপ। সঙ্গে নীল রঙের ফ্লোরাল মিনি স্কার্ট। আর তাতেই হিট দিশা।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই লাইক আর লাভ রিয়্যাক্টের বন্যা বয়ে যায়। প্রচুর কুশনের মাঝখানে শুয়ে তিনি। উপরের ছাউনির ফাঁক দিয়ে প্রবেশ করছে সূর্যের রশ্মি। তাতে মুখ ঢেকেছেন দিশা। অনন্য স্টাইল স্টেটমেন্টে মাথায় পরেছেন সর্ষে রঙের হেয়ার ব্যান্ড। হাতে সরু চুরি ও মাথার গার্ডার পেঁচিয়েছেন। কানে পরেছেন সোনালি রঙের রিং। কোনও মেকআপ নেই মুখে। কেয়ারলেস বিউটি যাঁকে বলে। যদিও বা তিনি চোখ ঢেকেছেন বটে, কিন্তু ঠোঁটের কোণে লেগে রয়েছে হাসি। স্পষ্ট বোঝাই যাচ্ছে ফোট সেশন বেশ উপভোগ করছেন অভিনেত্রী। কিন্তু ছবিটা তুলল কে? অনেকেই বলছেন ‘বয়ফ্রেন্ড’ টাইগার!

ছবি পোস্ট করতেই ৬,৬২১ জন কমেন্ট করেছেন। বোন খুশবু পাটানি লিখেছেন, “তোমার স্কার্টটা খুব কিউট”। দিশার প্রায় ১৩ লাখ গুণমুদ্ধ ভক্ত লাইট করেছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও।

তেলেগু ছবি ‘লোফার’-এ অভিনয় করে ছবির জগতে পা রাখেন দিশা। তারপর যে ছবিটি দিশাকে লাইমলাইটে আনে, সেটি মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছিলেন দিশা। সম্প্রতি সলমনের সঙ্গে ‘রাধে’ ছবিতে অভিনয় করেছেন। একতা কাপুরের প্রযোজনায় ‘কে টিনা’-এ মুখ্য নারী চরিত্রে দিশা। ২০২১ সালের মার্চ মাসে করছিলেন মোহিত সুরির ‘এ ভিলেন রিটার্নস’-এর শুটিংও। সেখানে দিশার সঙ্গে রয়েছেন তারা সুতারিয়া, অর্জুন কাপুর ও জন আব্রাহম।

আরও পড়ুনবলিউডের তাবড় তারকাদের গুরু কে?

Priyadarshan: অক্ষয় ও মোহনলাল চোখ বন্ধ করে বিশ্বাস করেন কাকে?