ইংল্যান্ড সফরে অনুষ্কার নতুন বন্ধু আথিয়া? ছবি বলছে তেমনটাই…

দিন কয়েক আগে আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি। সুনীলের কথায়, “আমার মনে হয় যাঁদের নিয়ে কথা উঠছে তাঁরাই সবচেয়ে বেশি ভাল বলতে পারবে।” এ

ইংল্যান্ড সফরে অনুষ্কার নতুন বন্ধু আথিয়া? ছবি বলছে তেমনটাই...
অনুষ্কার নতুন বন্ধু আথিয়া?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 9:44 AM

কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। একজন বাইশ গজে বিশ্ব কাঁপান অন্যজন অভিনেতা হিসেবে বলিউডে পথ চলা শুরু করেছেন। দ্বিতীয় জনের যদিও আরও এক পরিচয় রয়েছে। তিনি স্টার কিড। সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। রাহুল-আথিয়ার সম্পর্কের গুঞ্জন বহু চর্চিত। সাম্প্রতিক খবর, ইংল্যান্ডে World Test Championship উপলক্ষে রাহুলের সফরসঙ্গী হয়েছেন আথিয়াও। গুঞ্জন, কে এল রাহুল নাকি নিজের সঙ্গীনি হিসাবে আথিয়ার নাম BCCI-র কাছে জমা দিয়েছিলেন। তবে চমকের এখানেই শেষ নয়, গুঞ্জন আরও বলছে, বিদেশে নাকি এই কয়দিনেই বেজায় ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে ক্রিকেট অধিনায়ক বিরাট কোহালির স্ত্রী অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টির মধ্যে। তাঁরা নিজেরা যদিও মুখ খোলেননি। কিন্তু তাঁদের ইনস্টাগ্রাম বলছে অনেকটা সে রকমই।

অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ইংল্যান্ডের বিখ্যাত দূরহাম ক্যাথিড্রাল ও নরম্যান দূরহাম কেল্লার ছবি শেয়ার করেছেন। অন্যদিকে আথিয়ার ইনস্টাগ্রামে ঢুঁ দিলেও দেখা যাবে ইনস্টা স্টোরি নয় বরং ইনস্টা পোস্টে ওই একই জায়গা থেকে ছবি তুলে শেয়ার করেছেন তিনি। এমনকি আথিয়া ও অনুষ্কা দুজনের ছবিতে যে নদীর যে জায়গাটি দেখা যাচ্ছে তাও প্রায় এক। এখানেই শেষ নয়। আথিয়া তাঁর ইনস্টাগ্রামে লন্ডনের রাস্তার ছবি শেয়ার করেছেন। আধুনিক বাংলোতে ঢাকা সেই রাস্তা। কিন্তু এ কী! অনুষ্কার ইনস্টা স্টোরিতেও যে একই রাস্তার ছবি। নিছকই কাকতালীয়, নাকি দুজনের বন্ধুত্বের প্রথম পদক্ষেপ! চলছে গুঞ্জন।

দিন কয়েক আগে আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি। সুনীলের কথায়, “আমার মনে হয় যাঁদের নিয়ে কথা উঠছে তাঁরাই সবচেয়ে বেশি ভাল বলতে পারবে।” এক আন্তর্জাতিক আইওয়ার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর রাহুল-আথিয়া। তা নিয়ে অবশ্য উচ্ছ্বসিত বাবা সুনীল। তাঁর কথায়, “আন্তর্জাতিক ব্র্যান্ড ওঁদের বেছে নিয়েছে। আমার মনে হয় একসঙ্গে ওঁদের বেশ মানায়। ওঁরা বেশ গুড লুকিং কাপল, তাই না? সবশেষে আরও একবার বলি, ওঁদের একসঙ্গে দেখতে বেশ ভাল লাগে, ঠিক কি না?” কায়দা করে এড়িয়ে গেলেও অজান্তে মেয়ের সম্পর্কের কথা কি স্বীকার করেই নিয়েছিলেন সুনীল শেট্টি?

আরও পড়ুন-হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়