Share Market Crash: দালাল স্ট্রিটের ভূমিকম্পে নড়ে গেল অম্বানি-আদানির ‘ঘর’, কত কোটি ক্ষতি হল জানেন?
Share Market Crash: সোমের পতনে বিনিয়োগকারীদের ২০ লক্ষ কোটি টাকার অধিক ধুয়ে মুছে কার্যত সাফ হয়ে গিয়েছে। এদিন গোটা দিনে প্রায় আড়াই হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ছুঁয়েছে নিজের সর্বনিম্ন দশ মাসের রেখাকেও।

কলকাতা: অন্ধকারে ঢাকা সোমবার। শেয়ার বাজারের এই মহাপতনের পর কার্যত এমনই বলছেন বিশেষজ্ঞরা। একটি রিপোর্ট অনুযায়ী, সোমের পতনে বিনিয়োগকারীদের ২০ লক্ষ কোটি টাকার অধিক ধুয়ে মুছে কার্যত সাফ হয়ে গিয়েছে। এদিন গোটা দিনে প্রায় আড়াই হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ছুঁয়েছে নিজের সর্বনিম্ন দশ মাসের রেখাকেও।
তবে জানেন কি, শেয়ার বাজারের এই ভূমিকম্পে কিন্তু নড়েছে অম্বানি-আদানিদের দূর্গও। এই দেশের চার অতিধনী পরিবার যথাক্রমে অম্বানি, আদানি, জিন্দল ও শিব নাদার পরিবারের ক্ষতি হয়ে গিয়েছে ১০ বিলিয়ন ডলারের অধিক বা ভারতীয় মুদ্রায় ৮৫ হাজার ৮১৪ কোটি টাকা।
আজকের পতনে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্তা মুকেশ অম্বানির ক্ষতি হয়েছে ৩০০ কোটি মার্কিন ডলারের অধিক। অন্যদিকে, অম্বানির মতোই দেশের আরও এক ধনকুবের গৌতম আদানির মোট ক্ষতি হয়েছে প্রায় একই রকম। জিন্দল পরিবারের মোট ক্ষতি হয়েছে ২০০ কোটি মার্কিন ডলারের অধিক। শিব নাদার অর্থাৎ HCL Technologies-এর কর্ণধার, তাঁর ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকা।
উল্লেখ্য, এদিনের পতনে কিন্তু গলেছে লোহাও। জানা গিয়েছে, টাটা স্টিল, জেএসডব্লিইউ থেকে শুরু করে একাধিক মেটাল স্টক পড়েছে ৯ শতাংশের কাছাকাছি। পতন হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারগুলিরও। সোমবার টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো একাধিক নামজাদা কোম্পানির শেয়ার পড়ে গিয়েছে ৩.৬ শতাংশ থেকে ৭.২ শতাংশ। ব্যাঙ্ক ও ফিনান্স সেক্টরেও লেগেছে খরা। ব্যাঙ্ক নিফটি গড়িয়েছে ৩.৬ শতাংশ। এছাড়াও, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এক্সিস ব্যাঙ্ক পড়েছে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে।





