শহর তখনও ঘুম থেকে উঠে সবে আড়মোড়া ভাঙছে। চায়ের দোকানগুলো খুলেছে সবে। এমন সময়ে কালীঘাট চত্বরে হঠাৎ ব্যস্ততা। হবে নাই-বা কেন? মহালয়ার পুণ্য তিথিতে সেখানে যে আগমন ঘটতে চলেছে সদা হাস্যমুখ এক তারকার। বাংলার সঙ্গে যার যোগাযোগ বহু দিনের। তিনি আর কেউ নন, বিদ্যা বালান। লাল শাড়ি, কানের দুল আর খোঁপা বেঁধে মহালয়ার সকালে কালীঘাটে পুজো দিলেন বিদ্যা। তাঁকে দেখতে পেয়েই ছুট্টে গেল স্থানীয় কচিকাঁচারা। নিরাপত্তার ব্যবস্থা ছিল আঁটসাঁট। তবে খুদেদের সেলফির আবদার মোটেও ফিরিয়ে দিলেন না তিনি। হাসিমুখে ছবি তুললেন, ভক্তদের উদ্দেশে হাতও নাড়লেন। কেন কলকাতায় এসেছেন বিদ্যা, এ খবর কারও অজানা নয়। গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় বন্দী হয়েছিলেন তিনি। আজ অর্থাৎ শনিবার তাঁর শ্রীভূমির এবার পুজো উদ্বোধন করার কথা। বিদ্যা এক কথার মানুষ, তাই যাতে দেরি না হয়, সেই কারণে একদিন আগেই তিনি পা রেখেছেন কলকাতায়।
প্রসঙ্গত, এ বারে শ্রীভূমির থিম ডিজনিল্যান্ড। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা বালান ছাড়াও উপস্থিত থাকবেন দেব, থাকবেন নচিকেতা ও শ্রীকুমার চট্টোপাধ্যায়। এর আগেও শ্রীভূমির পূজা উদ্বোধন করেছেন নায়িকা। বাঙালি সাজে সেজেই যে তিনি এবারেও আসবেন তা এক প্রকার নিশ্চিত। লাল পাড় সাদা শাড়ি নাকি জমকালো জামদানি– কী পোশাকে হাজির হবেন নায়িকা? সে দিকেই নজর সকলের।