সাদা চুল, মাথায় সান্টা টুপি, পরনেও সান্তা ক্লজের মতো পোশাক। মনের আনন্দে নেচে যাচ্ছেন তিনি। পেটের কাছে উঁকি দিচ্ছে ছোট্ট এক ভুঁড়িও। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকাকে দেখে বড়দিনের মরসুমে রীতিমতো চমকে উঠলেন ভক্তরা। ঢুঁ দিলেন ইনস্টাগ্রামের পাতায়– এ কি সতিই সেই সুন্দরী তন্বী? কে সেজেছেন এমন সাজ? নিজের গ্ল্যাম অবতারের তোয়াক্কা না করে হয়ে উঠেছেন মিষ্টি ‘সান্থাবুড়ো’। ছবি দেখে কি আন্দাজ করতে পারেন তিনি কেন? তিনি আর কেউ নন, সকলের প্রিয় রুকমা রায়। বড়দিনে তিনি এমনই এক ভিডিয়ো শেয়ার করে রীতিমতো চমকে দিয়েছেন সকলকে। সব দেখে ভক্তদের একটাই মন্তব্য, “রুকমা কী মিষ্টি তুমি…”।
বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ রুকমা। অভিনয় করেছেন সিরিজেও। মাস কয়েক আগে খানাকুলে শো করতে গিয়ে এক অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয় তাঁকে। ভক্তদের সঙ্গে ‘সেলফি তোলার অপরাধে’ ক্লাব কর্তৃপক্ষের কাছে হতে হয়েছিল অপমানিত। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে এক ব্যক্তি রুকমাকে মঞ্চ থেকে রীতিমতো নেমে যেতে বলেন। অভিনেত্রীর দাবি, কুড়ি মিনিট ব্যাকস্টেজে অপেক্ষা করার পরে কার্যত বাধ্য হয়েই অনুষ্ঠান-আসর ছেড়ে চলে আসেন। রুকমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন। সে কারণেই তাঁর উপর ওই ব্যক্তির রাগের এ হেন বহিঃপ্রকাশ। ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে আপাতত সব শান্ত। নিজের কাজ নিয়ে ব্যস্ত রুকমা।