ন্যাড়া ‘বেল’ তলায় একবারই যায়… এই প্রবাদের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। কোন প্রসঙ্গে বলা হয় এই কথা? সাধারণত এক ভুল মানুষ আর দ্বিতীয়বার করে না। সেই সূত্রেই এই প্রবাদ ব্যবহৃত হয়। তবে এবার এই কথা কেন বললেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? কোন ভুল করে পস্তাচ্ছেন তিনি? কেন এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি? নাহ, কোনও ভুল নয়। বরং মজা করেই এই পোস্ট করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মধ্যেই পোস্ট করে থাকেন তিনি। এবার বেশ সারকাজম করেই এই পোস্ট করলেন সৃজিত। এই বেল ফল নয়, এই বেল হল ঘণ্টা। সৃজিত মুখোপাধ্যায় একটি ঘণ্টার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ”ন্যাড়া BELL তলায় প্রথমবার…”। অর্থাৎ তিনি অতীতে যে এমনটা করেননি তা তাঁর পোস্টে স্পষ্ট হয়ে গেল।
প্রসঙ্গত টলিপাড়ার অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পুজোর মরশুমেই মুক্তি পেয়েছে তাঁর ছবি দশম অবতার। বক্স অফিসে ভাল ফল করেছে এই ছবি। যদিও দর্শকেরা এখন অপেক্ষায় পদাতিক ছবির। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবির খবর।
যেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে পরিচালক পরিচালক মৃণাল সেনের ভূমিকায়। তাঁরই বায়োপিক। যাঁর স্ত্রীর ভূমিকাতে অভিনয় করেছেন অভিনেত্রী মনামী ঘোষ। বছরের শুরুতেই রমরমিয়ে শুটিং হয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক-এর। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের আত্মজীবনী নিয়ে তৈরি এই ছবি প্রথম থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। যখন প্রথম মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে আসে, তখন থেকেই সকলেই অপেক্ষায় ছবির মুক্তির। পাশাপাশি আরও এক সুপারস্টারের সঙ্গে ছবি তৈরি করতে চলেছেন অভিনেতা।