কলাকুশলী ও শিল্পীদের পাশে চ্যানেল-প্রযোজক-ফোরাম, দেওয়া হবে বিনামূল্যে কোভিডের টিকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 05, 2021 | 11:26 PM

প্রসঙ্গত, এ দিনই ফেডারেশনের তরফেও এক বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচীর আয়োজন করা হয়। পৃথক গিল্ডের এই একই কর্মসূচী কি যৌথভাবে করা হচ্ছে?

কলাকুশলী ও শিল্পীদের পাশে চ্যানেল-প্রযোজক-ফোরাম, দেওয়া হবে বিনামূল্যে কোভিডের টিকা
প্রতীকী ছবি।

Follow Us

করোনা সংক্রমণে টলিপাড়ায় নিউ নর্মাল শুট ফ্রম হোম। সংক্রমণ বাগে আনতে উপায় টিকাকরণ। এ বার টলি পাড়ায় কলাকুশলী এবং শিলীদের টিকাকরণে এগিয়ে এল চ্যানেল এবং প্রযোজকরা। এই উদ্যোগে সঙ্গে রয়েছেন আর্টিস্ট ফোরামও।

প্রোডিউসারস গিল্ডের তরফে শনিবার এক বিবৃতিতে লেখা হয়, “জি বাংলা ও স্টার জলসার পক্ষ থেকে একটি Vaccination Drive আয়োজন করা হচ্ছে। ইচ্ছুক কলাকুশলী ও শিল্পীদের প্রতি অনুরোধ, যদি কেউ Vaccine নিতে চান তাহলে সংশ্লিষ্ট প্রযোজকের সাথে যোগাযোগ করুন। চ্যানেল ও প্রযোজকরা এই কঠিন সময়ে সবসময় কলাকুশলী ও শিল্পীদের পাশে আছে।”

আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা

প্রসঙ্গত, এ দিনই ফেডারেশনের তরফেও এক বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচীর আয়োজন করা হয়। পৃথক গিল্ডের এই একই কর্মসূচী কি যৌথভাবে করা হচ্ছে? টিভিনাইন বাংলার এই প্রশ্নে প্রোডিউসারস গিল্ডের তরফে শৈবাল বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে আমাদের সমস্ত কর্মীদের টিকাকরণের খুব প্রয়োজন। যে বা যারাই এই উদ্যোগ নিচ্ছেন তাঁদের সবাইকে সাধুবাদ জানাই। তবে আমাদের এই উদ্যোগ এবং ফেডারেশনে উদ্যোগের মোটিফ এক হলেও তা আলাদা ভাবে সংগঠিত হতে চলেছে।”

Next Article