ঋতাভরী যখন ‘সান্তা ক্লজ’: দেখুন অভিনেত্রীর ক্রিসমাস সেলিব্রেশনের ছবি
শুভঙ্কর চক্রবর্তী |
Dec 24, 2020 | 6:07 PM
কিছুদিন আগেই রিলিজ করেছেন তাঁর গান। ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা’। গানের ভিডিওতে ছিল তাঁর ‘দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর দুই ছাত্রী । শ্রবণশক্তিহীন বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যত সুদৃঢ় করার দায়িত্ব নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সেই স্কুলেই আজ তিনি সান্তা ক্লজ।
1 / 7
প্রতি বছর ঠিক এ রকম সময়েই স্কুলে ঝুলি ভর্তি গিফ্ট নিয়ে যান ‘সান্তা’ চক্রবর্তী। তাতে থাকা পড়ুয়াদের পছন্দমতো নানা ধরণের গিফট
2 / 7
স্কুলের ছাত্রছাত্রীদের কাছে ঋতাভরী সত্যিকারের ‘সান্তা’। তাদের জন্য সান্তা চক্রবর্তী প্রতি বার বড়দিনে টেবিলের উপর সাজিয়ে রাখেন হরেক রকম কেক-পেস্ট্রি-গিফট।
3 / 7
ঋতাভরী বলেন, “গিফটের বিষয়ে ছাত্রছাত্রীদের প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ। সবাইকে এক ধরণের গিফ্ট দিলে চলবে না, সবার জন্য আলাদা-আলাদা গিফট দিতে হবে। কারওর গিফটের সঙ্গে কারও গিফট মিলে গেলেই, সে যে কী বিপদ!”
4 / 7
এ বছর স্কুল বন্ধ ছিল। তাই ওদের এক সারপ্রাইজ দিয়েছেন ঋতাভরী। কাউকে কিছু না জানিয়ে একদিন আগে সবাইকে জানিয়ে দুম করে স্কুল খুলে ফেলেছিলেন। সেদিনই হল ক্রিসমাস সেলিব্রেশন।
5 / 7
ঋতাভরীর কথায়, "আমার স্কুলের প্রত্যেক বাচ্চাই ভীষণ প্রতিভাবান"। আর পড়ুয়াদের কাছে ঋতাভরী মানেই আবদার-আদরের দিদিমণি!
6 / 7
ঋতাভরীর ডেবিউ গানে তাঁর এবং বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে আইডিয়াল স্কুলের দু’জন ছাত্রী । অঙ্কনা ও আয়েশা।
7 / 7
গত এগারো বছর ধরে ‘দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এ ক্রিসমাস সেলিব্রেশন হয়ে এসেছে। এবারও অন্যথা হয়নি। মাস্ক-স্যানিটাইজার নিয়েই চলল স্কুল পড়ুয়াদের সেলিব্রেশন।।