‘কিশমিশ’-এর শুটিং করছেন দেব। গতকাল তাঁর শুটিংয়ে দুজন সিনিয়র সহকর্মী উপস্থিত ছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্ত। প্রকাশ্যে তাঁদের ধন্যবাদ দিয়ে সৌজন্য প্রকাশ করেছিলেন দেব। আর আজ অর্থাৎ বৃহস্পতিবার সেটে হাজির দুই জুনিয়র সহকর্মী।
‘কিশমিশ’-এর সেটে হাজির লাড্ডু এবং উদিতা। কস্টিউম দেখে মনে হচ্ছে তারাও এই ছবির অংশ। একই সঙ্গে এই দুই খুদে শিল্পীকে ভালবাসা এবং ধন্যবাদ জানিয়েছেন দেব।
গতকাল ঋতুপর্ণা এবং যিশুর সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করেন দেব। তিনি জানিয়েছেন, আসন্ন ছবি ‘কিশমিশ’কে সাপোর্ট করার জন্য ঋতুপর্ণা এবং যিশুকে ধন্যবাদ। দেব নিজেও ছিলেন ‘কিশমিশ’-এর লুকে। এই ছবিতে বিশেষ চরিত্রে ওই দুই অভিনেতা অভিনয় করেছেন বলে খবর।
প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজোতে ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা প্রথমে দেব করেছিলেন। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমা হলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মাধ্যমেই নতুন মা-মেয়ের জুটিকে পাবেন দর্শক। মেয়ের চরিত্রে রুক্মিণী মৈত্র এবং মায়ের চরিত্রে জুন মালিয়া। নিজের চরিত্র নিয়ে আগেই TV9 বাংলাকে তিনি বলেন, “এই ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায় আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। পেশায় তিনি চা বাগানের মালিক। আর আমার চরিত্রটা কনভেন্টে পড়া এক মহিলার। রুক্মিণী আমার মেয়ে।” প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করার পর সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এই ছবিও ব্যতিক্রম নয়। তাঁর এবং রুক্মিণীর লুক আগেই প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি থেকেও নতুন কিছু পাওয়ার আশায় রয়েছেন দর্শক।
আরও পড়ুন, এই দুই ভাই এখন অভিনেতা, ছোটবেলার ছবি দেখে চিনতে পারছেন?