Tota Roy Chowdhury: পারব না আমি ছাড়তে তোমাকে; পরিচালকের মন গাইছে টোটার জন্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 09, 2023 | 4:44 PM

Bengali Film Industry: চলতি বছর অগস্টে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। তাতে আলিয়া ভাটের বাবা এবং রণবীর সিংয়ের শ্বশুরের ভূমিকায় দেখা যায় টোটাকে। চরিত্রের গুরুত্বপূর্ণ দিক, সে এক কত্থক শিল্পী। জমিয়ে কত্থক নাচতে দেখা যায় টোটাকে। এবং সেই চরিত্রে অভিনয় করে সর্বত্র সমাদৃত হয়েছেন টোটা। গোটা দেশে তৈরি করেছেন নিজের নতুন পরিচয়।

Tota Roy Chowdhury: পারব না আমি ছাড়তে তোমাকে; পরিচালকের মন গাইছে টোটার জন্য
টোটা রায়চৌধুরী।

Follow Us

সম্প্রতি প্রতিম ডি গুপ্তর বাংলা ছবি চালচিত্রর জন্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং শেষ হয়েছে সম্প্রতি এবং প্রতিমের মন ভরে গিয়েছে টোটাকে পেয়ে। প্রাণ ঢেলে অভিনেতাকে প্রশংসা করেছেন পরিচালক।

চলতি বছর অগস্টে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তাতে আলিয়া ভাটের বাবা এবং রণবীর সিংয়ের শ্বশুরের ভূমিকায় দেখা যায় টোটাকে। চরিত্রের গুরুত্বপূর্ণ দিক, সে এক কত্থক শিল্পী। জমিয়ে কত্থক নাচতে দেখা যায় টোটাকে। ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’, ‘কাহে ছেড়’ গানের সঙ্গে কত্থক নেচেছেন অভিনেতা। সমাজ এখনও পুরুষ কত্থক শিল্পীদের ‘মেয়েলি’ তকমা দিয়ে থাকে। টোটার মারফত সেই চরিত্র তৈরি করে মানুষের বস্তাপচা দৃষ্টিভঙ্গীকে বদলাতে চেয়েছেন করণ। এবং সেই চরিত্রে অভিনয় করে সর্বত্র সমাদৃত হয়েছেন টোটা। গোটা দেশে তৈরি করেছেন নিজের নতুন পরিচয়।

সেই টোটাই আবার ‘চালচিত্র’-এ এক দুর্দান্ত ‘মাচো’ (পুরুষালি) পুলিশ অফিসার। শুটিং শেষে টোটা সম্পর্কে হৃদয় নিংড়ে খোলা চিঠি লিখেছেন প্রতিম। তিনি লিখেছেন, “সব জায়গায় এই বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে যে, টোটার কাছে এখন অনেক-অনেক কাজের প্রস্তাব আসছে ‘রনি অউর রানি কি প্রেম’ কাহানির জন্য। যাঁরা এমনটা বলছেন, তাঁরা হয়তো ‘চোখের বালি’, ‘অহল্যা’ কিংবা ‘কাহানি ২’তে টোটার অভিনয় দেখেননি। রকি রানি হওয়ার বহু আগে থেকে আমি তাঁর কাছে ডেট চাইতে গিয়েছিলাম। কিন্তু নানা কারণে আমাদের একসঙ্গে কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। সব সময় মনে হয়েছে মানুষটার মধ্যে দুটি দিক আছে। মানুষটার বাইরেটা শক্ত, ভিতরটা নরম। সবার এটা থাকে না। টোটা অত্যন্ত স্পর্শকাতর অভিনেতা। সুন্দর মানুষও। কণিষ্ক চ্যাটার্জির চরিত্রটা লিখছিলাম যখন, টোটার কথাই মনে হচ্ছিল বারবার। তবে এই বার টোটার সব ডেট আমি চুরি করে নিয়েছিলাম। তাঁর সঙ্গে ক্যামেরার সামনে এবং পিছনে কাজ করে দারুণ অনুভূতি হল। প্রাণ ঢেলে অভিনয় করেন টোটা। অন্য অভিনেতাকেও নিজের সেরাটা দিতে সাহায্য করেন তিনি। ফের কাজ করতে চাই তাঁর সঙ্গে।”

টোটা ছাড়াও প্রতিমের ‘চালচিত্র’তে অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা দত্তের মতো টলি অভিনেতারা। বাংলাদেশ থেকে উড়ে এসেছিলেন জ়িয়াউল ফারুক অপূর্ব। এটিই তাঁর এপারে প্রথম এবং প্রথম বড় পর্দায় কাজ।

Next Article