Gaurav-Ridhima Anniversary: আড়াই মাসের ধীরকে নিয়েই দার্জিলিংয়ে গৌরব-ঋদ্ধিমা, নেটিজ়েন বললেন, ‘ওর যদি ঠান্ডা লেগে যায়…’
Dheer In Darjeeling: আড়াই মাস বয়সেই প্রথমবার সফর শুরু করল ধীর। বিমানে চড়ল বাবা-মায়ের সঙ্গে। এত্ত ছোট্ট বাচ্চাকে নিয়ে সফর--ছবি শেয়ার হতেই নেটিজ়েনদের মন্তব্য, 'সাহস আছে বলতে হবে'! কেই লিখেছেন, "আড়াই মাসের পুচকিকে নিয়ে বেরিয়ে পরেছেন? ওর যদি আবহাওয়া পরিবর্তন সহ্য না হয়..."। কিন্তু এত ছোট বয়সে ধীরকে যাত্রা শুরু কেন করতে হল?
প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীর জ্যেষ্ঠপুত্র গৌরব চক্রবর্তী বাবা হয়েছেন আড়াই মাস আগে। তাঁর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ জন্ম দিয়েছেন পুত্র সন্তান ধীরের। গর্ভাবস্থার খবর এবং সেই সময় কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ঋদ্ধিমা নিয়মিত শেয়ার করতেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ১৬ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে পৃথিবীর আলো দেখেছে ধীর। গৌরব-ঋদ্ধিমার জীবন এখন পরিপূর্ণ। সারাক্ষণ ধীরকে নিয়েই সময় কেটে যাচ্ছে তাঁদের।
এ বছর পুজোয় সপ্তমীর দিন দেড় মাসের ধীরের ঝলক প্রথমবার সক্কলকে দেখিয়েছিলেন গৌরব। তারপর দীপাবলিতে ধীরের নামে বড়-বড় করে রঙ্গোলি দিয়েছিলেন তারকা দম্পতি। এবার তাঁকে নিয়ে সোজা দার্জিলিং।
আড়াই মাস বয়সেই প্রথমবার সফর শুরু করল ধীর। বিমানে চড়ল বাবা-মায়ের সঙ্গে। এত্ত ছোট্ট বাচ্চাকে নিয়ে সফর–ছবি শেয়ার হতেই নেটিজ়েনদের মন্তব্য, ‘সাহস আছে বলতে হবে’! কেই লিখেছেন, “আড়াই মাসের পুচকিকে নিয়ে বেরিয়ে পড়েছেন? ওর যদি আবহাওয়া পরিবর্তন সহ্য না হয়…”। কিন্তু এত ছোট বয়সে ধীরকে যাত্রা শুরু কেন করতে হল?
এর কারণ, গৌরব-ঋদ্ধিমার বিবাহবার্ষিকী। তাঁদের বিয়ের ৬ বছর পূর্ণ হয়েছে এ মাসেই। তাই বিশেষ সময়টাকে পালন করতে কলকাতা ছেড়ে পাহাড়ের রানির কোলেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এবং বাড়তি আনন্দ ধীর। বিমানে চড়া থেকে শুরু করে দার্জিলিংয়ে পা রাখা, ছোট্ট ধীরকে নিয়ে সব ছবিই গৌরব-ঋদ্ধিমা শেয়ার করেছেন নিজ-নিজ সোশ্যাল মিডিয়ায়।
ছবিগুলিতে কখনও প্যারামবুলেটর, কখনও বেবি কেরিয়ারে করে ঘুরতে দেখা যায় ধীরকে। ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, “বেস্ট ফেন্ড হিসেবে জীবন কাটানোর ১৩ বছর পূর্ণ হল। স্বামী-স্ত্রী হিসেবে পূর্ণ হল ৬ বছর। আড়াই মাস ধরে আমরা বাবা-মা। তোমার সঙ্গে প্রত্যেক চ্য়াপ্টারই সুন্দর। আসন্ন বছরগুলিতে আমরা আরও বড় হব। শুভ বিবাহবার্ষিকী।”