Gourav-Ridhima: বেড়াতে গিয়ে বরকেই ‘কর্মচারী’ বানিয়ে ছাড়লেন ঋদ্ধিমা

Gourav-Riddhima: কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে ঋদ্ধিমার। গোয়ার সমুদ্রের পারে স্ত্রীর সঙ্গে মিষ্টি কিছু ছবি শেয়ার করেছিলেন গৌরব।

Gourav-Ridhima: বেড়াতে গিয়ে বরকেই 'কর্মচারী' বানিয়ে ছাড়লেন ঋদ্ধিমা
গৌরব-ঋদ্ধিমা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2023 | 7:30 PM

গোয়ায় বেড়াতে গিয়েছেন ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী। প্রেমমাখা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাই বলে গিয়ে ঘুরতে গিয়ে বরকেই কর্মচারী বানিয়ে ফেললেন ঋদ্ধিমা! এক ভিডিয়োতেই মিলেছে এই প্রমাণ। যেখানে বস খোদ স্ত্রী, আর স্বামী তাঁর অনুগত কর্মচারী মাত্র। মজার সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্রেকফাস্ট করার সময় কাউবয় হ্যাট আর লাল পোশাক পরে পোজ দিচ্ছেন ঋদ্ধিমা। অন্যদিকে খাওয়াদাওয়া ফেলে সেই ভিডিয়ো মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত। ঋদ্ধিমার মজার মন্তব্য, “আমাদের ছুটি কাটানোর বিহাইন্ড দ্য সিনস”। এখানেই কিন্তু মজার শেষ নয়, ওই পোস্টে আবার কমেন্ট করেছেন গৌরব চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, “সব স্বামীরই এক অবস্থা”। অর্থাৎ পরোক্ষে দেবলীনা কুমারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কিছুদিন আগে তিনিও স্ত্রী দেবলীনার সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। আন্দাজ করাই যায় এই গৌরবের মতো অবস্থা উত্তমকুমারের নাতিরও হয়েছিল।

কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে ঋদ্ধিমার। গোয়ার সমুদ্রের পারে স্ত্রীর সঙ্গে মিষ্টি কিছু ছবি শেয়ার করেছিলেন গৌরব। লিখেছিলেন, ” আমার প্রিয় ঘুরতে যাওয়ার সঙ্গী, আমার ভালবাসা, তোমায় শুভ জন্মদিন, তোমায় ভালবাসি।”বেশ কিছু বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন গৌরব-ঋদ্ধিমা। টলিউডে তাঁদের প্রেম বেশ চর্চিত। একদিকে যখন স্বামী-স্ত্রী আদর-খুনসুটিতে মত্ত তখন চক্রবর্তী পরিবার কিছুদিন আগে অন্য এক কারণে খবরের শিরোনামে। গৌরব ও অর্জুনের বাবা সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশের এক অনুষ্ঠানে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে অবসর নেবেন, নতুনদের জন্য জায়গা ছেড়ে দেবেন। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলার তরফে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, বাবা কেন এমনটা বলেছেন সে ব্যাপারে তাঁর কোনও ধারণাই নেই। সব্যসাচী যদিও ওই মন্তব্যের পর কার্যত চুপ। স্ত্রী মিঠু চক্রবর্তীও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।