Anik Dutta: এখনও অক্সিজনের সাপোর্টেই, কেমন আছেন পরিচালক অনীক দত্ত?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 12, 2023 | 6:23 PM

Anik Dutta: টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা।

Anik Dutta: এখনও অক্সিজনের সাপোর্টেই, কেমন আছেন পরিচালক অনীক দত্ত?
কেমন আছেন পরিচালক অনীক দত্ত?

Follow Us

দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে অনীক দত্ত। শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে গত মঙ্গলবার ভর্তি করা হয়েছিল তাঁকে। কেটে গিয়েছে দু’দিন। কেমন আছেন তিনি? জানা যাচ্ছে, এখনও আইটিইউতেই রয়েছেন অনীক। সিওপিডির যে সমস্যা ছিল তা আবারও ফিরে এসেছে। অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খুব অল্প পরিমাণে অক্সিজেন লাগছে তাঁর। গতকাল অর্থাৎ বুধবারই চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর ফুসফুসের অবস্থা খতিয়ে দেখতে অ্যাঞ্জিওগ্রাম করা হবে। কিন্তু আজ তা করা হয়নি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা খানিক নিয়ন্ত্রণে আনার পরেই অ্যাঞ্জিওগ্রাম করাবেন চিকিৎসকেরা।

টলিউডে পরিচিত নাম অনীক দত্ত। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর। ওই ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি অনীকের ছবি প্রদর্শনেও এসেছিল নানা বাধা। কিন্তু ছবিটি সুপারহিট হয়েছিল। তাঁর সাম্প্রতিক পরিচালনা ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের জীবনকাহিনী নিয়েই এই সিনেমা তৈরি হয়েছিল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল জিতু কামালকে। বড় পর্দায় সেই অর্থে আনকোরা জিতুকে নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন পরিচালক। জিতুর অভিনয় ও অনীকের পরিচালনা বেশ মনোগ্রাহী লেগেছিল দর্শকের।

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ওই ছবি বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি। তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন পরিচালক। অনুষ্ঠানে হাজিরও ছিলেন অনীক। এর পরেই সোমবার হঠাৎই অসুস্থ ও মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন– চান সকলেই।

 

Next Article