TET Agitation: আর কতদিন নাগরিক সমাজ বোবাকালা সেজে থাকবে: কমলেশ্বর মুখোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2022 | 6:59 PM

Kamaleshwar Mukherjee: ঘটনায় সরব হয়েছেন সাধারণ থেকে বুদ্ধিজীবী। ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

TET Agitation: আর কতদিন নাগরিক সমাজ বোবাকালা সেজে থাকবে: কমলেশ্বর মুখোপাধ্যায়

Follow Us

গত কয়েকদিনের খুব চেনা চিত্র। করুণাময়ীতে চলছিল একটি আন্দোলন। কাদের আন্দোলন? যাঁরা ২০১৪ সালে স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন হয়েও চাকরি পাননি। গত বৃহস্পতিবার রাতেই সেই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। পুলিশের হাতে ছিল আদালতের নির্দেশিকা। রাত ১২টার পর কার্যত চ্যাংদোলা করে অনশন মঞ্চ থেকে তুলে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। সেই দৃশ্য ইতিমধ্যেই দেখেছেন গোটা রাজ্যবাসী। ঘটনায় সরব হয়েছেন সাধারণ থেকে বুদ্ধিজীবী। ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

TV9 বাংলাকে কী বললেন কমলেশ্বর?
“গতকাল রাতের ঘটনা লজ্জাজনক ঘটনা। আজ সকাল থেকেও সেই ঘটনাই চলছে। নির্লজ্জ পুলিশ। চোরেদের ক্ষেত্রে আইনের শাসন জারি করতে অপারগ। যোগ্য চাকুরিপ্রার্থীরা ও প্রতিবাদকারীদের গণতান্ত্রিক আন্দোলনে অগণতান্ত্রিকভাবে আঘাত করছে। এর থেকে সরকারের স্বৈরচারী মনোভাব সুস্পষ্ট। স্বৈরাচার ও মিথ্যাচার দুয়ে মিলে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমবঙ্গে।

আর কতদিন। আর কতদিন নাগরিক সমাজ বোবাকালা সেজে থাকবে। পশ্চিমবঙ্গ এক ভয়াবহ সংকটের দিকে এগিয়ে চলেছে। অর্থনৈতিক সংকট এবং সামাজিক সংকট। শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য সব দফতরে অন্যায়ের চূড়ান্ত রূপ ধারণ করেছে।”

Next Article