রাজ চক্রবর্তীর জন্মদিন বলে কথা। এই বিশেষ দিনে স্ত্রীর তরফ থেকে কোনও সেলিব্রেশন থাকবে না তা কি হয়! ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সেই পোস্টে যদিও থাকল না তেমন কোনও চাকচিক্য। কোনও গালা পার্টিও নয়। একান্তে দুজনে কেক কেটে ঘরোয়া সেলিব্রেশন নজর কাড়লেন জুটি। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর জুটি এক কথায় সোশ্যাল মিডিয়ায় বেজায় চর্চিত। টলিপাড়ার এই হটকেক বর্তমানে চুটিয়ে কাজ করছেন। বারে বারে ছকভাঙা লুকে যেমন ফ্রেমবন্দি হচ্ছেন শুভশ্রী তেমনই অন্যদিকে রাজেরও ঝুলিতে কাজের সংখ্যা নেহাতই কম নয়। টলিপাড়ার ব্যস্ততম পরিচালক বললেও খুব ভুল হবে না। সদ্য অরিজিৎ সিং-এর প্রশংসায় চর্চার কেন্দ্রে উঠে আসতে দেখা যায় রাজকে।
টলিপাড়ার নানা বিষয় তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তবে জন্মদিনটা পরিবারের সঙ্গে একান্তেই শুরু করলেন পরিচালক। ঘরোয়া পোশাক, টেবিলের সামনে দুটি কেক। হটপ্যান্ড ও টি-তে শুভশ্রী। দুজনেরই পোশাকের রং কালো। একে অন্যের সঙ্গে পোজ় দিয়ে ছবিও তুললেন। ব্যস এখানেই ইতি। কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রাজের উদ্দেশে লিখলেন, ”শুভ জন্মদিন পার্টনার। আমি জানি তুমি আমার জীবনে থাকায়, আমি এই বিশ্বের সব থেকে সৌভাগ্যবতী। তোমার সুস্বাস্থ্য, সাফল্য ও খুশির কামনা করি। তুমি সেরা। ” মুহূর্তে রাজ ও শুভশ্রীর এই পোস্ট সকলের নজর কাড়ে। কমেন্ট বক্সে ভরতে থাকে শুভেচ্ছাবার্তা। যদিও এই পোস্টে দেখা মিলল না খুদে ইউভানের। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্যস্ত তাঁর প্রথম ওয়েব সিরিজ়ের প্রচারে। ইন্দুবালা ভাতের হোটেল-এর ট্রেলার লঞ্চেও উপস্থিত ছিলেন অভিনেত্রী এদিন সন্ধ্যায়।