Indraadip Dasgupta: ‘বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, কোলে এসে বসুন… ওসব বাজে কথা’, বিস্ফোরক ইন্দ্রদীপ দাশগুপ্ত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 11, 2022 | 4:26 PM

Bengali Films: ত্রিকোণ প্রেমের ছবির শুটিং হবে কলকাতায়, পুজোর পর। ছবি সম্পর্কে TV9 বাংলাকে কী বললেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত...

Indraadip Dasgupta: বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান, কোলে এসে বসুন... ওসব বাজে কথা, বিস্ফোরক ইন্দ্রদীপ দাশগুপ্ত
ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Follow Us

অক্টোবর মাস থেকে একটি ছবির শুটিং শুরু করছেন সঙ্গীত পরিচালক তথা চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির নাম ‘মেঘপিওন’। রয়েছেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২৩ সালের ৩০ মে, ঋতুপর্ণ ঘোষের দশম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই ছবি তৈরি করছেন ইন্দ্রদীপ। ৩০ মে-ই ছবি মুক্তির তারিখ স্থির হয়েছে আপাতত। ত্রিকোণ প্রেমের ছবির শুটিং হবে কলকাতায়, পুজোর পর। ছবি সম্পর্কে TV9 বাংলাকে কী বললেন ইন্দ্রদীপ দাশগুপ্ত?

বাংলা বাণিজ্যিক ছবির তিনজন বড় মুখ যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়… এই পর্যায় দাঁড়িয়ে আপনার আগামী ছবি ‘মেঘপিওন’ সম্পর্কে কী বলবেন?

আমার মনে হল যিশু, আবির ও শুভশ্রীকে এই ছবিতে নিলে ভাল হবে। তাই ওঁদের কাস্ট করেছি। শুভশ্রীর সঙ্গে ‘বিসমিল্লাহ’ তৈরি করলাম। আবিরের সঙ্গে তৈরি করেছি ‘আগন্তুক’। যিশুর সঙ্গে কাজ এই প্রথম।

ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট…

হ্যাঁ, এই ছবিটা ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট। যাঁকে আমি মনে করি অপর্ণা সেন, গৌতম ঘোষের দলের। তাঁরা সকলে মিলে দ্বিতীয় নবজাগরণ করেছেন বাংলা ছবির জগতে। ঋতুদার মৃত্যুবার্ষিকীতে এটা আমার তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। আমার এই ছবিটিতে ঋতুপর্ণ ঘোষ রয়েছেন। কিন্তু চরিত্র হিসেবে নয়। তিনি রয়েছেন ‘মিথ’ হিসেবে।

ছবিতে দু’জন নায়ক, একজন নায়িকা…

তাহলে বুঝতেই পারছেন, এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প। এই ত্রিকোণ প্রেমকে অন্য আঙ্গিকে দেখাতে চাই আমি। এইভাবে লাভ ট্রায়েঙ্গলকে দেখানো হয়নি আগে…

ছবিতে সঙ্গীত পরিচালনা কি আপনিই করছেন?

আমার সব ছবিই মিউজ়িক্যাল। এটাও তাই। আমিই সঙ্গীত পরিচালনা করছি। কিন্তু কীভাবে কাজটা করব এখনই ঠিক করিনি।

ছবির নাম ‘মেঘপিওন’। ঋতুপর্ণ ঘোষের ‘তিতলি’ ছবিতে ‘মেঘপিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা’ গানটি ছিল…

ঋতুদার সব ক’টি ছবিই আলাদাভাবে সাক্ষর রেখে গিয়েছে। তাঁর তৈরি আমার প্রিয় ছবিগুলোর মধ্যে ‘আবহমান’, ‘রেনকোট’ রয়েছে। লিরিক্যাল কনটেন্টের উপর ভীষণ জোর দিতেন ঋতুদা। গানের মাধ্যমে ছবি বোঝাতে চাইতেন তিনি। আমার ছবিও লিরিক্যালই হয় বেশিরভাগ।

পরপর দু’টি ছবিতে শুভশ্রীতে কাস্ট করলেন, ওঁর ব্যাপারে কিছু বলবেন?

শুভশ্রী আগামী দিনের বড় তারকা। নিজেকে যেভাবে ও তৈরি করছে, ওর অভিনয় ক্ষমতা যেভাবে বাড়ছে, তাতে আমি মুগ্ধ।

‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান…’ কিছু স্বঘোষিত টলিউড-পন্থী এমন কথা বলেন। আপনিও কি সেই দলে আছেন?

দেখুন, ভাল ছবি চাই। ভাল ছবি হলে দর্শক এমনিতেই পাশে এসে দাঁড়াবেন। ছবি ভাল না হলে কেউ দেখবেন না, পাশে এসে দাঁড়াবেনও না। এসব পাশে এসে দাঁড়ান, কোলে এসে বসুন… ওসব বাজে কথা।

আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত।

সঙ্গীত পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতা অনেক আগেই প্রমাণ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবি পরিচালনা করারও ইচ্ছা ছিল তাঁর। ‘কেদারা’ তৈরি করলেন বন্ধু কৌশিক গঙ্গোপাধ্য়ায়কে কাস্ট করে। ইন্দ্রদীপের কাজ সকলের পছন্দ হয়। তারপর এক-এক করে ছবি তৈরি করেই চলেছেন। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে ঋদ্ধি সেনকে নিয়ে তাঁর তৈরি ‘বিসমিল্লাহ’ ছবির টিজ়ার। প্রস্তুতি নিচ্ছেন ‘মেঘপিওন’-এর… অনেকটা লম্বা জার্নি পরিচালকের। অনেক গল্প বলা বাকি তাঁর…

Next Article