সত্যজিৎ রায়ের গল্প ফেলুদা নয়নরহস্য এবার পর্দায়। মুখ্য ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ইতিমধ্যেই ফেলুদা হিসেবে তাঁর অভিষেক হয়ে গিয়েছে। চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল হত্যাপুরী। এবার পালা নয়নরহস্য-র। ফেলুদা সফরে এই নিয়ে দ্বিতীয়বার ইন্দ্রনীল সেনগুপ্ত। বেশ কয়েকদিন ধরে কলকাতার বুকে শুটিং চলছিল নয়নরহস্য ছবির। পরিচালনায় সন্দীপ রায়। এবার কলকাতার শুটিং শিডিউল শেষ হল। আগামী ১৭ তারিখ কলকাতা ছাড়ছে টিম। এবার চেন্নাইয়ের পথে। সেখানেই ছবির শেষ শিডিউল। TV9 বাংলা অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে, তিনি বললেন, ”গতকাল অর্থাৎ সোমবার শেষ হয়ে গিয়েছে ছবির কলকাতা সফরের শুটিং। এবার আমরা সবাই যাচ্ছি চেন্নাই। সেখানেই এক গুরুত্বপূর্ণ সিক্যোয়েন্সের শুট হবে। তবে এই মাসেই ছবির শুটিং শেষ। ২৩ তারিখে আমরা ফিরছি চেন্নাই থেকে।”
নয়নরহস্য সম্ভাব্য মুক্তি পাবে চলতি বছর শেষে। শীতের মরশুমেই আবার বড়পর্দায় ফেলুদাকে নিয়ে হাজির হবেন সন্দীপ রায়। ছবি নিয়ে বেজায় উত্তেজিত এখন গোটা টিম। ইন্দ্রনীল সেনগুপ্তেপ কথায়, ”এই ছবির সব থেকে বড় সহজ বিষয় হয়, বইতে যা পড়া হয়, বাবুদা (সন্দীপ রায়) ঠিক তেমনটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। তাঁর কথায় এটাই ,সব থেকে বড় চ্যালেঞ্জ সেটাও মাথায় রাখতে হবে।”
প্রথম ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তকে সকলেই বেশ খোলামনে গ্রহণ করেছে। বেনুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীর পর ইন্দ্রনীল দ্বিতীয় ফেলুদা সন্দীপ রায়ের হাতে। অতীতে তিনি জানিয়েছিলেন, যদি এই টিমকে দর্শক গ্রহণ করে, তবে আমি এই টিমের সঙ্গে আবার কাজ করবেন তিনি। আর তার প্রমাণ মিলল হাতে নাতে। ছবি মুক্তি পাওয়ার এক মাসের মাথায় পরিকল্পনা হয়ে গেল পরবর্তী ছবির। নয়নরহস্য গল্পে অনেক ভাঁজ, এখন দেখার সন্দীপ রায়ের ফ্রেমে এবার এই গল্প কতটা দর্শকদের নজর কাড়ে।