AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeetu Kamal: ‘তোমার কাছ থেকে এতদূরে পালাতে চাই…’, লিখেই নবনীতা প্রসঙ্গে কী বললেন জিতু

Jeetu-Nabanita: কারও বিরুদ্ধে যখন কোনও উত্তর পাওয়া যাচ্ছে না, তখন সকলেরই নজর একদা জুটির  সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রতিটা পোস্ট যেন একে অন্যক জড়িয়ে। সত্যি কি তাই? জিতু যাই লেখেন সবটাই কি নবনীতাকে উল্লেখ করে, নবনীতাকে কটাক্ষ করে? 

Jeetu Kamal: 'তোমার কাছ থেকে এতদূরে পালাতে চাই...', লিখেই নবনীতা প্রসঙ্গে কী বললেন জিতু
মধ্যরাতে জিতুর পোস্টে 'সিঁদুরে মেঘ' দেখছেন ভক্তরা!
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 12:33 PM
Share

টলিউড অভিনেতা জিতু কামাল গত কয়েকমাস ধরে একাধিক খবরের জেরে চর্চায়। যার মধ্যে অন্যতম হল বিবাহ বিচ্ছেদের খবর। জিতু কামাল ও অভিনেত্রী নবনীতা দাসের মধ্যে বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতেই তা নিয়ে জল ঘোলা বিভিন্ন মহলে। যদিও নিজেদের এই সিদ্ধান্ত নিয়ে খুব একটা কাদা ছেটানোর কাজ তাঁরা করেননি। বরং এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হাসিমুখে। যদিও ভক্তদের মনে একাধিক প্রশ্ন বর্তমান। কার জন্য ভাঙছে সম্পর্ক, কার জন্য পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে, কে দায়ী, প্রভৃতি। কারও বিরুদ্ধে যখন কোনও উত্তর পাওয়া যাচ্ছে না, তখন সকলেরই নজর একদা জুটির  সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রতিটা পোস্ট যেন একে অন্যক জড়িয়ে। সত্যি কি তাই? জিতু যাই লেখেন সবটাই কি নবনীতাকে উল্লেখ করে, নবনীতাকে কটাক্ষ করে?

এবার মুখ খুললেন জিতু কামাল। নেটিজেনদের জেরে যেন কিছুই লেখা দায়। যাই লিখছেন, সকলেই তার সঙ্গে জড়িয়ে দিচ্ছেন জিতুর নাম। এবারও যা লিখলেন তাতে তেমনটাই হতে পারত। জিতুর পোস্টে রইল- “তোমাকে ভুলতে চাই। তোমার কাছ থেকে এতদূরে পালাতে চাই যেখানে রাবণের মতো বিংশতি শ্রবণ পেলেও তোমার কথা আমাকে শুনতে হবে না।” এরপরই তিনি এক প্রশ্ন করেন, ‘উক্তিটি কার উদ্দেশ্যে,কে বলেছিলেন??? কেন বলেছিলেন জানলেও বলুন দেখি…’।

রহস্য সেভাবে না বাড়িয়ে তিনি এবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, উক্তিটি, সৌমিত্র চট্টোপাধ্যায় এর। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা।
কবিতা লেখার প্রাক্কালে, কবিগুরু এতটাই আছন্ন হয়ে থাকতেন সৌমিত্র বাবুর মন জুড়ে, যে নিজের সৃষ্টিতে ব্যাঘাত ঘটতো। তাই তিনি এই উক্তিটি করেন। এরপরই ভুল ভাঙালেন তিনি। লিখলেন, ”দয়া করে পার্সনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।”