এই মুহূর্তে লন্ডনে রয়েছেন অভিনেতা জিতু কামাল, তাঁর আগামী ছবি ‘আমি আমার মতো’র শুটিংয়ের জন্য সেখানে হাজির অভিনেতা। ওদিকে তাঁর ব্যক্তিগত জীবনে বইছে ঝড়। তাঁর পারিবারিক গোপনীয়তা এখন ড্রয়িংরুমের চর্চার বিষয়। স্ত্রী নবনীতা দাসের সঙ্গে সমস্যা এখন আর গোপন নেই। জিতু যদিও নবনীতাকে নিয়ে এ যাবৎ কোনও কুমন্তব্যই করেননি তবে রাত গভীর হতেই অভিনেতার ইনস্টা পোস্টে ভেসে এল বেশ কিছু কোটেশন। ইনস্টাগ্রাম তাঁরই ব্যক্তিত্বের প্রতিফলন, তাঁরই ‘সামাজিক মুখ’– সেখানেই এই বিতর্কিত পোস্টে কি স্ত্রীকেই কটাক্ষ করলেন অভিনেতা?
জিতু লিখেছেন, “মেনে নাও, কষ্ট হোক, নিজেকে সম্মান করো। চলে যাও।” আরও লেখা, “যদি তুমি সবসময় দেখা করতে আগ্রহী হও, তবে দেখা কোরো না। যদি তুমিই সবসময় ফোন করার জন্য বলে থাকো, তবে ফোনও করো না।” তবে কি সত্যিটা মেনেই নিলেন জিতু? নবনীতা সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাংসারিক জীবনে অশান্তির কথা সামনে আনতেই জিতু মুখ খুলেছিলেন টিভিনাইন বাংলার কাছে। বলেছিলেন, “না না, এসব কিচ্ছু না। ওহ বাচ্চা মেয়ে। কোনও কারণে রাগ করেছে। এই সব কিচ্ছু না, দাঁড়ান আমি ওর সঙ্গে কথা বলে ফের ফোন করছি।” সেই ফোন আসেনি।
অন্য দিকে নবনীতা বলেন, “আমরা তিন মাস ধরেই আলাদা আছি। এটুকু বলতে পারি, আমার জন্য এটা জানান ভীষণ জরুরী ছিল। আমি তো অত গুছিয়ে কিছু বলতে পারি না, তাই নিজের মনের অনুভূতিটুকুই লিখেছি। ও ভাল থাকুক।” নবনীতা এও জানান, বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে সব ভুলে কি এক হলেও হতে পারেন তাঁরা? অনুরাগীরা চান তেমনটাই।