সদ্য ব্যোমকেশ ছবির শুটিং শেষ করেছেন অভিনেতা তথা সাংসদ দেব। তবে সামান্য বিরতি না নিয়ে, পরবর্তী ছবির কাজে তড়িঘড়ি হাত দিলেন অভিনেতা। একের পর এক ছবি এখন দেবের পাইপ লাইনে। এবার পালা, ছবি ‘প্রধান’-এর। বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিক থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। এই প্রথম বড় পর্দায় হাতেখড়ি হচ্ছে অভিনেত্রীর। ছবির বিষয়বস্তু এখনও প্রকাশ্যে না আসলেও ছবির কাজ শুরু হবে আগামী মাসেই, তা TV9 বাংলাকে জানিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা। তাই মাঝে মধ্যেই সতাঁকে হাজির হতে দেখা যাচ্ছে দেবের অফিসে। দেবও বসে নেই, তড়িঘড়ি শুরু করলেন শরীরচর্চা।
সোশ্যাল মিডিয়ায় সোমবার একটি পোস্ট করে জানালেন, এবার তাঁর লক্ষ্যে প্রধান। জিম থেকে ছবি শেয়ার করলেন তিনি। ক্যাপশনে লিখলেন ‘নতুন চরিত্র নতুন পালাবদল আমার পরবর্তী কাজের জন্য তৈরি হচ্ছি। এটাই এখন আমার প্রধান লক্ষ্য’। সৌমিতৃষার বিপরীতে কেমন লাগবে দেবকে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অন্যদিকে অভিনেত্রীর পাশে যাতে মানানসই হয়ে উঠতে পারেন তিনি, সেই পরিচর্যাও শুরু করে দিয়েছেন সাংসদ তথা অভিনেতাদের। এই ছবিতে তিনি কোন ভূমিকায় অভিনয় করবেন, তা এখনও রহস্য, অন্যদিকে সৌমিতৃষাও ছবির বিষয়বস্তু নিয়ে এখনই মুখ খুলতে নারাজ। তাই আরও কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের।
এখানেই শেষ নয়, ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির কথাও পাকা হয়ে গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। আবারও সেই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দেব ও রুক্মিণী মৈত্র। তবে এখন ভক্তদের লক্ষ্যে দুর্গ রহস্য। প্রথমবার ব্যোমকেশ রূপে পর্দায় হাজির হোসেন দেব। বিপরীতে থাকছেন সত্যবতী রূপে রুক্মিণী মৈত্র। ছবির মুক্তি ১১ ই আগস্ট। স্বাধীনতা দিবসে এই ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন অভিনেতা। এখন দেখার বিরষা দাসগুপ্ত পরিচালিত এই ছবি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে।