যিশু সেনগুপ্ত। টলিউডের অন্যতম জনপ্রিয় স্টার, যাঁর অভিনয় গোটা দেশে প্রশংসিত। বলিউড থেকে শুরু করে দক্ষিণ, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাঁর ডাক। চুটিয়ে কাজ করছেন যিশু। টিভির পর্দা থেকে সিনেমা, বলিউড থেকে টলিউড, অভিয় থেকে সঞ্চালনা, তাঁর গুনের যতই প্রশংসা করা যায়, ততই যেন কম। দস্তুর মতো ড্রাম বাজিয়ে সকলের নজর যেমন তিনি কাড়েন, তেমনই ব্যাট হাতে ছক্কা হাঁকাতেও দুবার ভাবেন না এই অভিনেতা। কি অবাক হচ্ছেন তো! ক্রিকেট প্রেমীদের কাছে যদিও এই খবর বিন্দুমাত্র নতুন নয়। সেলিব্রিটি ক্রিকেটার লিগে এইরূপে যিশুকে দেখেছেন অনেকেই। তবে যাঁদের জানা নেই, তাঁরা রীতিমত সমকে গেলেন যিশুর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ভিডিয়ো দেখে। একের পর এক ছয়-চার।
ব্যাটে-বলে কীভাবে করতে হয় তা যেন যিশুর বাঁ-হাতের খেলা। ঝড়ের গতিতে ভাইরা হওয়া তাঁর এই ভিডিয়ো দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। আইপিএল মরশুমে আরও একবার ভক্তদের স্মৃিতে ফিরল যিশু সেই ছক্কা হাঁকানো ম্যাচ। বর্তমানে বড়ই ব্যস্ত তিনি। কখন কোথায় থাকেন, তা এক কথায় বোঝা দায়। তবে সময় সুযোগ পেলেই আড্ডায় আসর জমিয়ে দেন তিনি। মাঝে মধ্যেই ভক্তদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে।
আর অতীতে সেই আড্ডা থেকে উঠে এসেছে বেশ কিছু মজার তথ্য। যেমন যিশু সালমা হায়েক ও মনিকা বেলুচিকে ভালবাসেন। তাঁদের সঙ্গে দেখা হলে কী করবেন অভিনেতা জানিয়েছিলেন নিজের মুখেই। সটান প্রেম প্রস্তাব দেবেন যিশু। এমনিতে, মহিলাদের প্রেম প্রস্তাব পেতে পছন্দই করেন অভিনেতা। কিন্তু দুই কন্যার বাবা ও নীলাঞ্জনার স্বামী ফিরিয়ে দেন সেই সবই। তবে মনিকা ও সালমা ‘ফিরে দেওয়ার’ তালিকা থেকে বাদ। যিশু বেশ মজার মানুষ। ভারী চরিত্র অভিনয় যেমন তিনি দাপটের সঙ্গে করে থাকেন, হালকা চালে দর্শকদের হাসিয়ে সঞ্চালনাটাও ততটাই মজার সঙ্গে করে থাকেন। এখন ভক্তরা মুখিয়ে একটি খবরের জন্যই, কবে আবার বাংলার পর্দায় আসছেন তিনি।