মঙ্গলবার সকালের হাতে গরম তরজা। এক প্রযোজকের সঙ্গে সোশ্যাল মিডিয়া যুদ্ধ বাঁধে এক অভিনেতার। প্রযোজকের নাম রানা সরকার। যাঁর বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠে এসেছে বকেয়া টাকা না মেটানোর। আর একজন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথম পোস্ট করেন অভিনেতা। প্রযোজকের নাম না নিয়ে তাঁর উদ্দেশে কিছু কথা বলেন সেই পোস্টে। এর পর অভিনেতার নাম নিয়েই পাল্টা পোস্ট করেন প্রযোজক।
নিজের পোস্টে অভিনেতা জয়জিৎ লিখেছেন:
“এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দান করে আর সবার সঙ্গে ছবি দেয়। আজব জীব।”
নিজের পোস্টে রানা সরকার লিখেছেন:
“আর পারল না মিথ্যেগুলো সামলাতে। আমাকে ব্লক করে দিল জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আমি চ্যালেঞ্জ করলাম পালিয়ে গেল। ওনার পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন, জানতে পারবেন (রানা ট্যাগ করেছেন শাকিব খানকে)। তারপর বড় বড় কথা। আজব লোক। স্ক্রিনশটগুলো থাকল আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এই সব মিথ্যাবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ। কী করে বাংলা সিনেমার ভাল হবে?”
এখানেই থেমে নেই, জয়জিতের কমেন্ট বক্সে প্রথমে এসে মন্তব্য করে রানা। তারপরই ফেসবুক পোস্ট করে। জয়জিতের কমেন্ট বক্সে রানা লিখেছেন, “মানে আমার নাম বলছ, তাই তো? ঠিক করে বলো দেশে কিন্তু আইন আছে, সাইবার ক্রাইম আছে… পরিষ্কার করে বলো আমার নাম বলছ কিনা। না বললে আইনি ব্যবস্থা নেব… আর স্টক করছি না। তোমার পাবলিক পেজ ফলো করছি এটাও বোঝো না আজব জীব…”
এর প্রত্যুত্তরে জয়জিৎ লিখেছেন, “তুমি কি আমাকে স্টক করছ? আমার ফ্রেন্ড লিস্টে তুমি নেই ভাই। আর এখানে কারও নামের উল্লেখ নেই। তাই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে না চিৎকার করাই ভাল। নিজের সঙ্গে মিল খুঁজে পেলে আমার কী করার আছে। আর আমার তোমার সঙ্গে সময় কাটানোর মতো ফালতু সময়ও নেই…”
তারপর এই বাকবিতণ্ডা চলতে থাকে দীর্ঘক্ষণ। জয়জিতের পোস্টেই তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রানা। পাল্টা জয়জিৎ TV9 বাংলাকে বলেছেন, “আমার পরিবারের লোক নাকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের থেকে টাকা নিয়েছে। রানা সরকার এই কথা ওপেন ফোরামে বলেছেন আমার নাম নিয়ে। বিষয়টা প্রমাণ করতে পারবেন কি তিনি? আমি ভাবছি আইনি পদক্ষেপ নেব। আর আমি তাঁর নাম নিয়ে কিছু বলিওনি। কিন্তু তিনি আমার কমেন্ট বক্সে এসে সোশ্যাল ওয়ার বাঁধিয়ে দিলেন। রান্না ঘরে কে, আমি তো কলা খাইনি কেস হয়ে গেল আরকী!”
অন্যদিকে রানা সরকার TV9 বাংলাকে বলেছেন, “আমাকে একটা কথা বলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোন কবি ছবি পরিচালনা করেছেন? আর তো কেউ নেই। কেবল আমিই এক কবির প্রথম পরিচালিত ছবির প্রযোজনা করছি। সুতরাং, আমার দিকেই যে আঙুল তোলা হচ্ছে, সেটা কী আমি বুঝব না… তিনি যা খুশি লিখেছেন ফেসবুকে। আমার সিনেমাটার সামনেই রিলিজ় আছে। আর তিনি বলছেন, আমার সিনেমাটা নাকি বন্ধ হয়ে গিয়েছে…”