Srabanti-Abhirup: ‘এক পাগলিকে ভালবেসেছি…’, শ্রাবন্তী-অভিরূপের ‘প্রেমে’ অবশেষে শিলমোহর?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 30, 2022 | 3:33 PM

Srabanti-Abhirup: গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই।

Srabanti-Abhirup: এক পাগলিকে ভালবেসেছি..., শ্রাবন্তী-অভিরূপের প্রেমে অবশেষে শিলমোহর?
শ্রাবন্তী-অভিরূপের 'প্রেমে' অবশেষে শিলমোহর?

Follow Us

অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। তাঁর আরও এক পরিচয় রয়েছে। গত এক বছর ধরে তাঁকে আর অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে চলছে নানা জল্পনা। শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপ তাঁর পরিচিত ও বিশেষ বন্ধু। তবে এবার যেন সেই বন্ধুত্বের সংজ্ঞাতেই লাগল প্রেমের শিলমোহর। অভিরূপের এক পোস্টেই যেন কার্যত সম্মতি দান অভিনেত্রীর, মনে করছেন অনুরাগীরা।

ইনস্টাগ্রামে অভিরূপ লিখেছেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত অবধি ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দিয়েছেন খোদ শ্রাবন্তী। এঁকেছেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদপে শ্রাবন্তীই? সম্ভাবনা এড়ান যায় কি?

গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই। যদিও শ্রাবন্তীর মতে তাঁরা শুধুই ভাল বন্ধু। আইনি মতে শ্রাবন্তী ও রোশনের এখনও বিচ্ছেদ হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বছরের ঘটনা। টিভিনাইন বাংলার হাতে এসেছিল এক ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই জমিয়ে চলছে অভিরূপের জন্মদিন সেলিব্রেশন। পার্টিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর বাবা-মা, দিদি স্মিতা চট্টোপাধ্যায়কেও। এর পর আরও বহু ছবিতে একসঙ্গে দেখা মিলেছে শ্রাবন্তী ও অভিরূপের। এমনকি তনুশ্রী চক্রবর্তীর প্রাক্তন প্রেমিক, নুসরত ও যশের সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে শ্রাবন্তী ও অভিরূপকে। তবে নিজেদের সম্পর্কের কথা অন্তরালেই রাখতে চান তাঁরা। মাঝেমধ্যে যদিও বন্ধুত্বের ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গোপন কথা থাকে না গোপনে।

 

 

এই সেই পোস্ট

 

 

Next Article