আসছে আবার বিবাহ অভিযান, গল্প রুদ্রনীল ঘোষের। প্রতিবারই চিত্রনাট্যে নয়া নয়া মজার কাহিনি রাখারা চেষ্টা করেন তিনি। বিবাহ অভিযান ছবিটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল। তবে এবার তার থেকে অনেক বড় পরিকল্পনা, ছবির নাম আবার বিবাহ অভিযান। বর্তমানে এই ছবির প্রমোশনেই ব্যস্ত রয়েছেন ছবির স্টারকাস্টরা। তারই মাঝে এই ছবির টাইটেল ট্র্যাক পৌঁছে গেল বিদেশের মাটিতে। আবার বিবাহ অভিযানে নেচে ফেললেন কিলি পল। তার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে। গোটা ভারত জুড়ে বিভিন্ন ভাইরাল গান থেকে সংলাপ, কিলি পলের ছোঁয়ায় আবারও বেশি ভাইরাল হয়ে যায়। তালিকা থেকে বাদ পড়েনি বাদাম কাকুও। এবার অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ অনির্বাণ ভট্টাচার্যের আগামী ছবির গান মন ছুঁলো এই স্টারের।
আবার বিবাহ অভিযানের সঙ্গে নেচে একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখলেন, গানটি শুনে নিজেকে আটকাতে পারলাম না। এবারের গল্পে বিশেষ কী, টিভি ৯ বাংলাকে নিজেই জানিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। বলেছিলেন, ‘বিবাহ অভিযান’-এর গল্পের মূলই হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন। অর্থাৎ বিয়ের পর একে-অপরকে যে কীভাবে মানাবে, এই নিয়ে যে স্বামীদের এক অভিযান চলে… একটু ব্যাচেলার জীবন কাটাব, কিন্তু বউদেরও খুশি রেখে হতে হবে সেসব। সো-কল্ড বউয়েরা স্বামীদের এই ব্যাচেলার লাইফের বিরুদ্ধে। কোথায় কার সঙ্গে আড্ডা দিচ্ছে, ক’টায় বাড়ি ফিরছে (বিয়ের পর একটু দায়িত্ববোধ চলে আসে), খোঁজ রাখাটা চলতে থাকে। যেহেতু পুরুষেরা একটু নিজের মতো করে আড্ডা-গল্প করতে চায়, ফলে এই যে বউদের লুকিয়ে, সংসার বাঁচিয়ে, আমার যে ব্যাচেলারহুড অনুভূতি একটু-একটু রয়ে গিয়েছে—এটা বাঁচিয়ে রাখার যে অভিযান, সেটাই বিবাহ অভিযান।
এবার এবার গল্পে থাকছে এক নতুন চরিত্রের সংযোজন, কে, তাও জানিয়েছিলেন রুদ্রনীল, বলেছিলেন, আগের ছবিতে যে কাস্টিং ছিল, তার সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র গল্পে আনা হয়েছে। যেমন সৌরভ দাস এবারের ‘বিবাহ অভিযান’-টিমে যুক্ত হয়েছেন। এটা ভীষণ ইন্টেরেস্টিং একটা চরিত্র। এবার পরিচালনায় রয়েছেন শমীক হালদার, এটা তাঁর প্রথম পরিচালনা (শমীক হালহার জনপ্রিয় সিনেমাটোগ্রাফার)। ফলে ছবিতে যে বেশ ভাল-ভাল ফ্রেম দর্শকেরা পাবেন, সেটাও আমাদের কাছে বাড়তি পাওয়া।