Koel Mallick: অবশেষে মায়ের কাছে ফিরল সুজয়, ‘ভাগ্যে কোয়েল সঙ্গে ছিলেন…’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 17, 2023 | 6:58 PM

Koel Mallick: 'ঠিক যেন এক গল্প হত তবে/ শুনত যারা অবাক হতো সবে'-- না গল্প নয়। এক্কেবারে সত্যি। স্বপ্নের মতোই সুন্দর। যে স্বপ্নের সঙ্গী কিছুদিন আগেই হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ভাইফোঁটার দিন এক অলাভজনক সংস্থায় বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই-দাদাদের ফোঁটা দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই সুজয় নামক এক কিশোরকে ফোঁটা দেন তিনি।

Koel Mallick: অবশেষে মায়ের কাছে ফিরল সুজয়, ভাগ্যে কোয়েল সঙ্গে ছিলেন...
'ভাগ্যে কোয়েল সঙ্গে ছিলেন...'

Follow Us

‘ঠিক যেন এক গল্প হত তবে/ শুনত যারা অবাক হতো সবে’– না গল্প নয়। এক্কেবারে সত্যি। স্বপ্নের মতোই সুন্দর। যে স্বপ্নের সঙ্গী কিছুদিন আগেই হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ভাইফোঁটার দিন এক অলাভজনক সংস্থায় বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই-দাদাদের ফোঁটা দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই সুজয় নামক এক কিশোরকে ফোঁটা দেন তিনি। সেই ছবি ভাইরাল হতেই সুজয়কে চিনতে পারে তাঁর বাড়ির লোক– ওই তো তাঁদের হারিয়ে যাওয়া ছেলে। এর পরেই ঘটে যায় সেই মিরাকল! সে কথা কোয়েল আগেই জানিয়েছিলেন। অবশেষে বহু বছর পর আজ বাড়ির প্রিয়জনদের কাছে ফিরে গেল সে। কোয়েলের মন জুড়ে এক অদ্ভুত শান্তি। সুজয়ের ছবি শেয়ার করে তিনি আবেগঘন।

লিখেছেন, “ভাল ভাবে থেকো, পারলে একটু পড়াশোনা করে নিও… সংস্থার আর এক বন্ধু প্রজ্জলদা এভাবেই সুজয়কে বিদায় জানাল।” না, আর ওই হোমে ফেরা হবে না সুজয়ের। আর দেখা হবে না বন্ধুদের সঙ্গেও। তবে এ বিচ্ছেদ দুঃখের নয়, এ বিচ্ছেদ আনন্দের। কোয়েল অনুরাগীদেরও চোখে জল। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল– ভাইফোঁটায় এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে? টিভিনাইন বাংলার সঙ্গে সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিয়ো শেয়ারও করে নিয়েছিলেন কোয়েল। জানিয়েছিলেন তাঁর অভিব্যক্তির কথাও। সব দেখেশুনে একটাই বক্তব্য সকলের “ভাগ্যে কোয়েল সঙ্গে ছিলেন। কী দুর্দশাই হত তা না হলে”!

 

Next Article