AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: দুর্নিবারের এই বদভ্যাসের কথা আগেই জানিয়েছিলেন প্রথমা স্ত্রী মীনাক্ষী

Tollywood Gossip: এই মুহূর্তে টলিউডে হট টপিক দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারি ঐন্দ্রিলা সেনকে তিনি বিয়ে করেছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার।

Tollywood Gossip: দুর্নিবারের এই বদভ্যাসের কথা আগেই জানিয়েছিলেন প্রথমা স্ত্রী মীনাক্ষী
দুর্নিবারের এই বদভ্যাসের কথা আগেই জানিয়েছিলেন প্রথমা স্ত্রী মীনাক্ষী
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 9:14 PM
Share

এই মুহূর্তে টলিউডে হট টপিক দুর্নিবার সাহার দ্বিতীয় বিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারি ঐন্দ্রিলা সেনকে তিনি বিয়ে করেছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। সেই নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে। আড়াই বছরের মধ্যে দুর্নিবার দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসায় অনেকেই করছেন নানা কুমন্তব্য। গায়কের পাশে দাঁড়াচ্ছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা, আবার কেউ বা আড়ালে মুচকি হাসছেন। দুর্নিবারের এই বিয়ের মরসুমেই ভাইরাল হচ্ছে তাঁর পুরনো বেশ কিছু ক্লিপিংসও। আর এরকম একটা ভিডিয়োই সাক্ষী বছর দুয়েক আগেই দুর্নিবারের এক কুঅভ্যেসের কথা সকলের সামনে বলে দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দুর্নিবার নাকি স্নান করেন না। শীতকালে ১ মাস আর গরম কালে নাকি এক সপ্তাহ স্নান না করে থাকতে পারেন তিনি। পারফিউম দিয়েই কাটিয়ে দিতে পারেন সাত-সাতটা দিন। এমনটা জানিয়েছিলেন মীনাক্ষী। তাঁর এই গোপন কথা সামনে আসার পর হাসি চেপে রাখতে পারেননি শো’টির সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ও। আজ যখন ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বিয়ের ছবি ছয়লাপ সোশ্যাল মিডিয়ায় তখন নেটিজেনদের বক্রোক্তি, “এখন স্নানটা করবেন তো? না হলে কিন্তু এ বিয়েও স্থায়ী হবে না।”

প্রসঙ্গত, দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়েতে গতকাল হাজির ছিল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন কনেকর্তা হয়ে। নিজে দাঁড়িয়ে থেকে সবটা তদারকি করেন তিনি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পিঁড়ি ধরা, শাঁখ বাজানো– কোনও কিছুই বাদ দেননি তিনি। অন্যদিকে বসেছিল চাঁদের হাট। দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই হাজির ছিলেন ওই বিয়েতে। আর মীনাক্ষী? এই বিয়ের মরসুমে মীনাক্ষীর দিন কয়েক পুরনো এক পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। আর ওই পোস্টেই যেন নাম না করেই কার্যত প্রাক্তনকে খোঁচা দিয়েছেন মীনাক্ষী, মনে করা হচ্ছে এমনটাই। সেখানে কী লিখেছেন তিনি?

মীনাক্ষী লিখেছেন, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। আপাতদৃষ্টিতে নিপাট এই পোস্টের ভিতরে লুকিয়ে থাকা অর্থ কিন্তু এতটাও সোজা নয়। দীপিকা পাড়ুকোন প্রথমে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। এখন তিনি রণবীর সিংয়ের ঘরণী। শোনা যায়, রণবীর কাপুর নাকি দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন হয়ে পড়েছিলেন অন্য নারীতে আসক্ত। আর রণবীরের সেই ক্যাসানোভা মেজাজ সম্পর্কে কে না জানেন? অন্যদিকে রণবীর সিং কিন্তু এ সবে মোটেই নেই। প্রথম দিন থেকেই তিনি ‘ওয়ান ওম্যান ম্যান’, অর্থাৎ এক নারীতেই আসক্ত তিনি। আর সেই নারী তাঁর স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ব-কর্তব্য বোধের কারণে নারীমহলেও তিনি বেশ চর্চিত। আর মীনাক্ষী তাই কাপুর নয়, খোঁজ করছেন সিংয়ের। পোস্টের এই যাবতীয় চরিত্রে সঙ্গে যে মুহূর্ত আপনি মীনাক্ষী-দুর্নিবার ও মোহরের সম্পর্কের মিল খুঁজছেন ঠিক সেই মুহূর্তেই আরও একটি বোমা ফাটিয়েছেন তিনি। লিখেছেন, “এই স্টেটাস নিয়ে আপনি যে সব চিন্তা মাথায় নিয়ে আসছেন, সে সবই সত্যি।” আর ওই বাক্যের মধ্যে দিয়ে না বলেও অনেক কিছু বলে দিয়েছেন তিনি।