সেলিব্রিটি মানেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং খুব স্বাভাবিক বিষয়। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোন ক্ষেত্রেই অভিনেতা-অভিনেত্রীরা এই তালিকা থেকে বাদ পড়েন না। নিত্যদিন চুল চেড়া বিচার বিশ্লেষণে তৎপর নেটিজ়েনরা। এই মর্মে বারে বারে সেলেবমহল মুখ খুলেও পাল্টায়নি নেট পাড়ার এই চরিত্র। বরং সেলেবরাই এখন ট্রোলিংকে গা ঝারা দিতে হয় কী করে তা কম বেশি সকলেই জানেন। তবু পান থেকে চুন খষা চলবে না। যে যত বড়ই সেলেব হোক না কেন বা যার ভক্তের সংখ্যা যতই বিপুল পরিমাণ হোক না কেন, রেহাই নেই কারোর। তাই তালিকা থেকে বাদ পড়লেন না বাংলার অভিনেত্রী তো তথা সাংসদ মিমি চক্রবর্তী। পোশাক বিতর্কে অতীতেও নাম লিখিয়েছেন তিনি। তবে নিজেই মিমি স্পষ্ট জানিয়েছিলেন এই বিষয়টাকে মোটেও তিনি সমর্থন করেন না।
তবে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করতেই চরমট্রোল হতে হল তাঁকে। কেউ তাঁর এই পোশাকের ধরন নিয়ে প্রশ্ন তুললেন, কেউ আবার মিমি চক্রবর্তীর স্টাইল স্টেটমেন্টকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করে বসলেন। তবে এই বিষয় কখনোই খুব একটা মাথা ঘামান না মিমি। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই ভীষণ সক্রিয়। তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। মাঝেমধ্যেই নো ফিল্টার লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি। তাতেও মুগ্ধ নেটপাড়া।
তবে এবার এই পোশাক খুব একটা পছন্দ হল না নেটপাড়ার। ফলে শুরু হয়ে যায় কমেন্ট বক্সে চরম-ট্রোলিং। কেউ ঝাড়ুর সঙ্গে তুলনা করলেন কেউ আবার বলিউড ভাইরাল কুইন উরফি জাভেদের প্রসঙ্গ টেনে জানালেন মিমি নাকি দিন দিন সেই পথে এগোচ্ছেন। লিখলেন-এটা ড্রেস না ঝুলঝাড়ু , কেউ লিখলেন-উরফি হওয়ার ইচ্ছে হয়েছে? তবে শুধুই কি খারাপ মন্তব্য? না, মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে মিমির ভক্তদের প্রশংসাও।