অভিনেত্রী মনামী ঘোষ, নিজের বিষয় বরাবরই তিনি ভীষণ ক্যান্ডিড। কোনও রাখঢাক ছাড়াই একাধিক তথ্য তিনি অনায়াসে শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। মনামী ঘুরতে বেশ পছন্দ করেন। খানিকটা ছুটি পাওয়া মাত্রই তিনি কোনও না কোনও ট্রিপ প্ল্যান করে ফেলেন। বর্তমানে বিদেশ সফর থেকে ফিরে আবারও কাজে যোগ দিয়েছেন তিনি। সিনেমা থেকে শুরু করে রিয়্যালিটি শো, এখন মনামীর ব্যস্ততা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই সেলেব বরাবরই জনপ্রিয়। দিন দিন যেন তাঁর রূপ ফেটে পড়ছে। মনামীকে কম বেশি মন দিয়েছেন প্রায় সকলেই। তবে একটা সময় সত্যি এই সেলেবের সঙ্গো কোন স্টারের নাম জড়িয়েছিল জানেন? আজও দুজনে যদিও অবিবাহিত।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সকলের নজর কেড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আবারও তিনি জুটি বাঁধছেন অভিনেত্রী মনামী ঘোষের সঙ্গে। একটা সময় একাধিক কাজ করেছেন এই জুটি। কেরিয়ার শুরুর সময় একাধিক টিভি শোয়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের জুটিও সকলে পছন্দ করতেন। অনেকেরই ধারণা ছিল তাঁরা একসঙ্গে বিয়ে করবেন। তারপর অনেকটা বিরতি। একসঙ্গে আর কাজ করা হয়ে ওঠেনি। আবারও একসঙ্গে হচ্ছেন তাঁরা। সোশ্যাল পোস্ট দেখে শুভেচ্ছা জানালেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামী। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ডান্স ভিডিয়ো, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। তবে কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য ঘিরেও মাঝে মধ্যে চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তিনি। খোলা মনে ভক্তদের সঙ্গে আড্ডা দিতেই তিনি পছন্দ করেন। মনামী ঘোষ বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়।
তিনি প্রথম থেকে তাঁর বোল্ড লুক নিয়ে বেশ চর্চিত। মনামী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ফ্যাশনিস্তা। তাঁর কমেন্ট বক্স জুড়ে একের পর এক পোস্টে কেবলই প্রশংসিত তাঁর লুক। বয়স যেন গিয়েছে থমকে। তাঁর নিত্য নতুন এই লুক ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতুহল কম নয়। তাই মাঝে মধ্যেই ভক্তরা উঁকি মারে মনামী ঘোষের প্রফাইলে। বর্তমানে সিনেপাড়ায় তাঁর চাহিদা তুঙ্গে। একের পর এক প্রজেক্ট তাঁর হাতে।