নিখিল জৈন। পেশায় ব্যবসায়ী। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন নেটিজেনদের ড্রয়িংরুমের আলোচনায়, স্টুডিয়ো পাড়ার মেকআপ রুমের গসিপে। কারণ, নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক। নুসরত অন্তঃসত্ত্বা, নিখিল জানিয়ে দিয়েছেন বাবা তিনি নন। নুসরত জানিয়েছেন নিখিল আইনত তাঁর স্বামী নন, ‘সহবাস সঙ্গী’। নিখিল প্রশ্ন তুলেছেন, ডেস্টিনেশন ওয়েডিং বলে যা দাবি করা হয়েছিল বছর দুয়েক আগে, তা ঠিক কী ছিল?
এ সবের মধ্যেই নিখিলের সাম্প্রতিক তম পোস্টটি বেশ ইঙ্গিতবহ। নিখিল লিখেছেন, “আকাশ অপেক্ষা করছে। টেক অফের জন্য তৈরি।” হ্যাশট্যাগে লিখেছেন #নতুনগন্তব্য। বিদেশ? প্রশ্ন নেটিজেনদের। নিখিল-নুসরত চর্চার মধ্যেই সম্প্রতি নিখিলের এক ফ্যানক্লাব গঠিত হয়েছে। সেই ফ্যান ক্লাবের বায়োতে নিখিলকে উদ্দেশ্য করে লেখা, “সদ্যোজাতর মতো নিষ্পাপ হাসি মানুষটার, এক কথার মানুষ, অধিকারের জন্য লড়ে, নাটকে পছন্দ করে না…।” তাতে এই মুহূর্তে অনুসরণকারীর সংখ্যা ২৬৩ জন।
প্রসঙ্গত, এক দিন আগে শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের নামেও গঠিত হয়ে এক ফ্যানক্লাব। নেটিজেন মহলে নিখিল-রোশন আজ পরিচিত। সেই সুবাদেই কি এই ফ্যানক্লাব। ‘শ্রাবন্তীর স্বামী’ অথবা ‘নুসরতের সঙ্গী’ এই তকমা ছাড়াও ক্রমশ নিজ পরিচয়ে পরিচিত হচ্ছেন ওঁরা? উঠছে প্রশ্ন।
তবে এরই পাশাপাশি নুসরতের নিখিলকে স্বামী হিসেবে অস্বীকারের পর যে প্রশ্ন বারেবারে উঠেছে তা হল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।
এ সব নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। পিছিয়ে নেই নিখিলও।