Nusrat Jahan: গৌর গোপাল দাসের কাছে কি টিপস নিতে গেলেন যশ-নুসরত? ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
Yash-Nusrat: ছবি শেয়ার হতেই তা নিয়ে সোশ্যাল মিডিযায় চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হন নুসরত জাহান।
গৌর গোপাল দাস, বেশ জনপ্রিয় নাম। জীবনের কঠিন পরিস্থিতি হোক কিংবা লাইফস্টাইলে কোনও সঙ্কট, সব প্রশ্নের উত্তরই চাইলে তাঁর কাছ থেকে মেলে। তাঁর দেওয়া বিভিন্ন উপদেশ মেনে চলেন অনেকেই। ধীরে-ধীরে মানুষের কথা বলতে-বলতে তিনি আজ সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর ভিডিয়োতে থাকা নানা উপদেশ মেনে চলার চেষ্টা করেন বহু মানুষ। দেশ দেশান্তর থেকে তাঁর ভক্তরা যোগাযোগ করেন। এবার সেই সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভাইরাল হলেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সাবেকি পোশাকে ঘরোয়া লুকে এদিন তিনি যেন সাদামাটা এক নারী। প্রতিদিনের বোল্ড যে লুক সকলের চেনা, তা থেকে সম্পূর্ণ ভিন্ন লুকে নিজেকে ফ্রেমবন্দি করলেন নুসরত জাহান। গৌর গোপাল দাসের পাশে দাঁড়াতেই ক্যামেরায় ছবি তুলে দিলেন অভিনেতা যশ।
সেই ছবি শেয়ার হতেই তা নিয়ে সোশ্যাল মিডিযায় চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হন নুসরত জাহান। কেউ তাঁর নো মেকআপ লুকের প্রশংসা করেন, কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েন না অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় নুসরত জাহান। নিত্যদিন কিছু না কিছু পোস্ট করে থাকেন তিনি ভক্তদের উদ্দেশে। তবে রবিবার শেয়ার করা ছবিতে পড়ে গেল শোরগোল।
View this post on Instagram
যেখানে নুসরত জাহানকে দেখা গেল যশের পাশে পোজ় দিতে। ঠিক যেন রিসেপশনের রাত। ফোটোশুটের ছবিতে একে অন্যের প্রতি প্রেমও নিবেদন করতে ভুললেন না তাঁরা। টলিপাড়ার লাভবার্ডকে দেখে সকলেই বেজায় খুশি। তাঁদের বিয়ে লুকে দেখা যায়নি। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই এই ছবিতে মজলেন ভক্তরা। অভিনেত্রীকে এই লুকে দেখামাত্রই আবারও নেটপাড়ায় সম্পর্ক নিয়ে শোরগোল। যদিও ট্রোলিং-এ বর্তমানে আর নজর দেন না অভিনেত্রী।