Param-Piya: ট্রোলিংকে বুড়ো আঙুল, বিয়ে করেই হনিমুনে পরম-পিয়া! গেলেন কোথায়?
Param-Piya: টিভিনাইন বাংলা আগেই জানিয়েছিল, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরমব্রত চট্টোপাধ্যায়কে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা না যাওয়ার অন্যতম সম্ভাব্য কারণ, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে হনিমুনে উড়ে যাবেন তিনি। বাস্তবে হল ঠিক তেমনটাই।
টিভিনাইন বাংলা আগেই জানিয়েছিল, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরমব্রত চট্টোপাধ্যায়কে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা না যাওয়ার অন্যতম সম্ভাব্য কারণ, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে হনিমুনে উড়ে যাবেন তিনি। বাস্তবে হল ঠিক তেমনটাই। গত ২৭ নভেম্বর মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে বিয়ের পরেই তাঁরা উড়ে গেলন হনিমুনে, বিদেশে, অন্তত ছবি দেখে এমনটাই আঁচ নেটিজেনদের। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুকের একটি ছবি পোস্ট করেছেন পিয়া। ছবিতে দেখা যাচ্ছে ডাবলিনে বড়দিনের মরসুম কীভাবে কাটে তাঁরই ঝলক শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখা ‘ডাবলিনে এখন বড়দিনের মরসুম’।
শুধু তাই নয়, আয়ারল্যান্ডের ডাবলিন তাঁর এতটাই ভাল লেগেছে যে এক কমেন্টে সেখানে আবারও ফিরে আসার ইচ্ছেও প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সব ঠিক থাকলে খুব শীঘ্রই কলকাতা ফিরেও আসতে দেখা যাবে তাঁদের। কিফের শেষ দিনে সঞ্চালনার দায়িত্ব পরমব্রতই সামলাবেন বলে খবর। পরমের সঙ্গে সেদিন মঞ্চে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে।
মানসিক স্বাস্থ্যকর্মী– এই পরিচয়কে ছাপিয়েও পিয়ার যে পরিচয় নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে নানা আলোচনা হয়েছে তা হল তিনি গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ওদিকে পরম ও অনুপমের একদা বন্ধুত্বের সুবাদে পিয়াকে নিয়ে হচ্ছিল নানা নেতিবাচক মন্তব্য। তবে সে সবে কান না দিয়ে তাঁরা যে কাটাচ্ছেন ‘কোয়ালিটি টাইম’–এ ছবি তো সেই ইঙ্গিতই দিচ্ছে।