ভিড় ঠাসা মন্ডপ, শহরে এদিক ওদিক বৃষ্টিও হয়েছে খানিক। তবু উন্মাদনা কমেনি। আর এই উন্মাদনার মাঝেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে চলছে চর্চা। তারা যখন মাটির কাছাকাছি নেমে আসে তখন তা নিয়ে আলোচনা হওয়াটাই যে স্বাভাবিক। কী করেছেন তিনি? ছেলে সহজকে নিয়ে পুজোয় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। ভিআইপি পাস পাওয়া তাঁর কাছে কঠিন নয়। তবে না, সে পথে তিনি হাঁটেননি। আর পাঁচজনের মতো ছেলে সহজকে নিয়ে গিয়েছিলেন মেলায়। সেখানে একসঙ্গে উঠেছিলেন নাগরদোলাতেও।
শুধু কি তাই? মা-ছেলেতে একসঙ্গে বেলুন ফাটানো থেকে শুরু করে, আইসক্রিমে কামড়, আলুকাবলি– এ সবই চলেছিল পুরোদমে। অনেকেই মাস্কের আড়াল থেকেও চিনতে পেরে গিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। এসেছিল ছবি তোলার আবদারও। তাঁদেরকেও কিন্তু ফেরাননি নায়িকা। আর তা দেখেই মুগ্ধ সকলেই। একজন লিখেছেন, “দিদি, আপনি রাস্তায় আলুকাবলি খেলেন,, ভীষণ ভালো লাগলো,,, একজন সেলিব্রিটি হয়ে সেই ছোটবেলার স্মৃতি গুলো ধরে রেখেছেন”। অন্য এক নেটিজেন আবার হয়ে পড়েছেন নস্টালজিক। তিনি লেখেন, “আজ তোমার আর সহজের মেলা ঘোরা দেখে নিজের কথা মনে পড়ে গেল। তখন আমরা বরানগরে থাকতাম। কালীতলা মাঠে আমরা প্রতিদিন যেতাম। এক রকম জীবনের মাঝে এই রকম কাজ মাঝে মধ্যে বেশ আনন্দ দান করে।”
নতুন জীবন শুরু করেছেন প্রিয়াঙ্কা। বা বলা ভাল পুরনো জীবন শুরু করেছেন একেবারে নতুন ভাবে। স্বামী রাহুলের সঙ্গে দীর্ঘদিন বৈরিতার পর সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে তাঁর। যদিও মা-ছেলের এই মিনি ট্রিপে দেখা যায়নি বাবাকে। তাতে কী? ‘আমআদমি’ হয়ে তাঁরা উপভোগ করেছেন ষোলোআনা।