Soumitrisha Kundu: দুর্গা সেজে মাঝরাস্তায় সৌমিতৃষা? পুজোর মাঝে এ কোন চমক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 22, 2023 | 6:30 PM

Durga Puja: এবার দুর্গা রূপে ধরা দিলেন অভিনেত্রী। নিজের ফোন গ্যালারি থেকে খুঁজে পাওয়া ত্রিশূল হাতে মা দুর্গার রূপে তাঁর ছবি এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। চলতি বছর টেলিভিশনে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনীতেও দেখা। যদিও সৌমিতৃষা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, তাঁর এই অ্যাক্টের অংশ হতে মোটেও ভাল লাগে না।

Soumitrisha Kundu: দুর্গা সেজে মাঝরাস্তায় সৌমিতৃষা? পুজোর মাঝে এ কোন চমক

Follow Us

সৌমিতৃষা কুন্ডু, টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। টেলিভিশনে পর্দা থেকে অভিনয় সফর শুরু। মিঠাই চরিত্র দিয়ে যিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাক লাগানো অভিনেত্রী সৌমিতৃষা এখন টলিউডের অন্যতম চাহিদা। একাধিক বিগস্টারের বিপরীতে অভিনয় করার প্রস্তাব রয়েছে তাঁর ঝুলিতে। যদিও বর্তমানে এক বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার ফলে সৌমিতৃষা খুব একটা অন্যান্য প্রজেক্টে নজর দিতে রাজি নন। প্রথম কাজ তাই নিজের সম্পূর্ণ মনো সংযোগ সেখানেই দিতে চান তিনি। পুজোর মেজাজে ভালই কাটছে এখন তাঁর সময়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন হাজিরাও।

এবার দুর্গা রূপে ধরা দিলেন অভিনেত্রী। নিজের ফোন গ্যালারি থেকে খুঁজে পাওয়া ত্রিশূল হাতে মা দুর্গার রূপে তাঁর ছবি এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। চলতি বছর টেলিভিশনে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনীতেও দেখা। যদিও সৌমিতৃষা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, তাঁর এই অ্যাক্টের অংশ হতে মোটেও ভাল লাগে না। এক সাক্ষাৎকারে তিনি জানেন পরপর দু’বছর অনুরোধ করার জন্যই তিনি এর অংশ হয়েছেন। তবে ভবিষ্যতে যে তিনি এ বিষয়ে খুব একটা উৎসাহ আর দেখাবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় আবারও কেন দুর্গা রূপে হাজির তিনি? এর উত্তর সৌমিতৃষা নিজেও দেয়নি, তবে ছবি যে সম্প্রতি তোলা নয়, তা স্পষ্ট করে দিয়েছেন।

প্রসঙ্গত টলিউড বড় বড় স্টারদের পছন্দের তালিকাতেও নাম লিখিয়ে ফেলেছেন তিনি। টলিউডের যাঁরা রাজত্ব করে বেড়াচ্ছেন, তাঁদের মধ্যে অনেক স্টাররা চাইছেন সৌমিতৃষার সঙ্গে একটি ছবি করতে। প্রস্তাব গিয়েছিল অভিনেতা জিতের কাছ থেকেও। তবে অন্য প্রজেক্টে যুক্ত থাকার কারণে জিতের প্রস্তাব গ্রহণ করতে পারেনি সৌমিতৃষা।

Next Article