তাপস পাল, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সময় একা কাঁধে বয়েছেন তিনি। মধ্যবিত্ত থেকে উঠে আসা সুপুরুষ তাপস পাল প্রয়াত হন তিন বছর আগে আজকের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি। তাঁর মৃত্যু নিয়ে হয়েছিল অনেক জলঘোলা। স্ত্রী নন্দিনী পাল এনেছিলেন চিকিৎসার গাফিলতির অভিযোগ। তবে সে সব অতীত। স্মৃতিও অনেকটাই ফিকে জনসাধারণের কাছে। তবু বিশেষ দিনে প্রিয়জনকে প্রিয় মানুষেরা ভোলেন কী করে? প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাপস পাল। একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। তাঁদের কর্মক্ষেত্রে ব্যক্তিগত রেষারেষি আদপে ছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে বহু। তবু বন্ধুত্ব যে ছিল সে কথা স্বীকার করেন নিন্দুকেরাও। বন্ধুর মৃত্যুদিনে আবেগঘন প্রসেনজিৎ। লিখলেন, “বন্ধু, তুই শিল্পী ছিলিস। আর দেখিস, তোকে মানুষ শিল্পী হিসেবেই মনে রাখবে। আর মনে রাখবে তোর ওই হাসিটা। ভালো থাকিস বন্ধু।” জীবনের শেষ কয়েকটা বছর তাপস পাল যোগদান করেছিলেন সক্রিয় রাজনীতিতে। চন্দননগর নিয়ে তাঁর ওই বিতর্কিত কথা নিয়ে আজও চর্চা হয়। অনেকেই মনে করেছিলেন রাজনীতিতে না এলেই বোধহয় ভাল করতেন তিনি। প্রসেনজিৎও হয়তো তাই মনে করেন। রাজনীতিবিদ নয়। বন্ধুকে তিনি মনে রাখতে চান শিল্পী হিসেবে। মনে রাখতে চান তাঁর ওই হাসি।
শুধু কি প্রসেনজিৎ আবেগঘন স্ত্রী নন্দিনীও। স্মৃতির ঝাঁপি খুলে শেয়ার করেছেন বহু পুরনো এক ছবি। যে ছবিতে হাসি মুখে দাঁড়িয়ে দম্পতি… নন্দিনী লিখেছেন, “তুমি আমার ভালবাসা, আমার জীবন, আমার সুখ। তুমি আমার অন্ধকার, আমার রাতের তারা। আমার কান্না, আমার কষ্ট, আমার পৃথিবী। আমার গর্বও তুমি। তোমার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করি। যতদিন দেখা না হচ্ছে নিজের খেয়াল রেখো। তোমায় খুব ভালবাসি। প্রণাম নিও।” তবে কতিপয় বন্ধু ও প্রিয়জন ছাড়া আজ তাপস পালের জন্য ভেসে আসেনি শুভেচ্ছা বার্তা। মাত্র তিন বছর তিনি নেই। প্রশ্ন উঠছে, টলিউডকে এতটা ভালবাসা দেওয়া মানুষটিকে তবে ইন্ডাস্ট্রি ভুলতে বসেছে?